কুয়েতে ভিসা আইন ভঙ্গকারীকে সাধারণ ক্ষমার সংবাদটি গুজব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, পারিবারিক রেসিডেন্সি ভিসা (আর্টিকেল ২২) লঙ্ঘনকারীদের জন্য কোনো সাধারণ ক্ষমা বা স্ট্যাটাস সংশোধনের সুযোগ দেওয়া হয়নি। ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা সার্কুলার জারি করা হয়নি এবং কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভ্রান্ত।
আর্টিকেল ২২ অনুযায়ী, কুয়েতে বসবাসরত ব্যক্তি নির্দিষ্ট শর্তসাপেক্ষে (যেমন ন্যূনতম আয়) পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারেন। তবে যারা এই নিয়ম ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে গত মাসে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ভিসা লঙ্ঘনকারী এবং তাদের স্পন্সরকেও দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, “আমাদের যে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা শুধু অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে। তাই জনগণকে অনুরোধ করা হচ্ছে, যাচাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে এবং শুধু মন্ত্রণালয়ের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে তথ্য গ্রহণ করতে”।
গত মাসে যেসব ব্যক্তি “জয়েন এ স্পন্সর” রেসিডেন্সি ভিসা লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ভিসা সাধারণত পরিবারের সদস্যদের কুয়েতে বসবাসের অনুমতি দিতে ব্যবহৃত হয়। তবে নিয়ম ভঙ্গের কারণে অনেকেই এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি।
কুয়েত সরকারের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, অভিবাসন সংক্রান্ত যে কোনো গুজব বা অপপ্রচার থেকে দূরে থাকতে হবে এবং শুধু নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
এই ঘোষণার ফলে কুয়েতে বসবাসরত অভিবাসীদের মধ্যে যারা পারিবারিক রেসিডেন্সি ভিসা-সংক্রান্ত জটিলতায় ছিলেন, তাদের জন্য নতুন করে কোনো সুযোগ বা ছাড়ের আশা আপাতত নেই। ফলে অভিবাসীদের আরো সতর্ক ও সচেতনভাবে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: খালিজ টাইমস