কুয়েতে নিরাপত্তা অভিযানে ৬৩৮ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

কুয়েতে ব্যাপক নিরাপত্তা অভিযানে ৬৩৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড দমন করতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি রাজধানী কুয়েত সিটি ও আশপাশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এতে অংশ নেয় পুলিশ, ট্রাফিক বিভাগ, অপরাধ তদন্ত ইউনিট এবং অভিবাসন কর্তৃপক্ষের সদস্যরা। অভিযানে অবৈধ অভিবাসী, মাদক ব্যবসায়ী, জাল পরিচয়পত্রধারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বসবাস করছিলেন। এছাড়া কিছু ব্যক্তি মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে বেশ কিছু অবৈধ যানবাহন, অস্ত্র এবং মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, এই অভিযান ছিল পূর্বপরিকল্পিত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানানো হয়।
কুয়েত সরকার নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আইন মেনে চলেন এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এই অভিযানের মাধ্যমে কুয়েত সরকার অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত নীতিমালায় কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেশটি আরো সক্রিয় ভূমিকা পালন করছে।
নিরাপত্তা বাহিনীর এমন উদ্যোগে সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে, বিশেষ করে যারা ভিসা নবায়ন বা কাগজপত্র সংক্রান্ত জটিলতায় রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।
তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন