সৌদি আরব থেকে এক সপ্তাহে ১৩,০৭২ জনকে ফেরত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১

সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে মাত্র এক সপ্তাহে ১৩ হাজার ৭২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বসবাস, কাজ এবং সীমান্ত অতিক্রমের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১৬ হাজার ৫৭৭ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে ১০ হাজার ৫৪০ জন ছিলেন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৭৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী এবং ১ হাজার ৯৫৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী। আটক ব্যক্তিদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ এবং ২৪ শতাংশ নারী।
এই অভিযানে আরো জানা গেছে, ৭৫ জন সৌদি নাগরিককে অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ জনকে আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৪৮ হাজার ৭৭৭ জন অভিবাসন আইন লঙ্ঘনকারীকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের মধ্যে ৪৫ হাজার ৬৪৭ জন পুরুষ এবং ৩ হাজার ১৩০ জন নারী। এদের মধ্যে ৪০ হাজার ৭৫৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ৮ হাজার ২০ জনের ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট প্রস্তুত করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার সুরক্ষায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি সরকার অভিবাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে এবং অবৈধ অভিবাসীদের সংখ্যা কমাতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমনীতি রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: সৌদি গেজেট