মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাহরাইনে আসছে বিনিয়োগ, বাড়ছে নতুন চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫

বাহরাইন
বাহরাইনে আসছে বিনিয়োগ, বাড়ছে নতুন চাকরির সুযোগ
বাহরাইনে বিনিয়োগ বাড়ছে দ্রুত গতিতে, সেই সাথে বাড়ছে নতুন চাকরির সুযোগ। চলতি বছরের প্রথম ৯ মাসে মোট ৭৫টি প্রকল্পে ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। এসব প্রকল্পের ফলে আগামী তিন বছরে প্রায় ৪ হাজার ৩০০টি নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে বাহরাইন ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফা বলেছেন, এই বিনিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি দেশকে বহুমুখী অর্থনীতির দিকে এগিয়ে নেবে। নতুন বিনিয়োগের সবচেয়ে বড় অংশ এসেছে পর্যটন খাতে, এরপর রয়েছে ফিন্যান্সিয়াল সার্ভিসেস, উৎপাদন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থান তৈরিতে বাহরাইন এখন আরো বেশি সক্রিয়।
কুয়েত
কুয়েতে বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, দেশটির ভিসা আইন লঙ্ঘনকারী বাংলাদেশিসহ প্রবাসীদের জন্য সীমিত সময়ের জন্য বিশেষ সুযোগ দেওয়া হতে পারে। যাতে প্রবাসীরা তাদের বৈধ অবস্থান পুনরায় নিশ্চিত করতে পারেন। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা পারিবারিক বা মানবিক কারণে ভিসার শর্ত বা নিয়ম মেনে চলতে পারেননি, তাদের জন্য এই সুযোগ মানবিক ভিত্তিতে প্রযোজ্য হবে। তবে এটি শুধু অফিসিয়াল ঘোষণা অনুযায়ী প্রযোজ্য, যা মন্ত্রণালয়ের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন অনলাইন বা সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের পরিবর্তে শুধু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করেন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে জালিয়াতি চক্রের ১৩ জন গ্রেফতার
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে চলমান অভিযানে সম্প্রতি একটি বড় সাইবার জালিয়াতি চক্রের ১৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খালিজ টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ধরা পড়া চক্রটি অনলাইনে আবাসিক অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ভাড়া দেওয়ার নামে ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করত। তারা ভুক্তভোগীদের প্রলুব্ধ করত ভাড়া নেওয়ার জন্য, পরে ভুয়া চুক্তি তৈরি করে অর্থ হাতিয়ে নিত। পুলিশ অনুসন্ধান থেকে জানতে পেরেছে, প্রতারণাকারীরা সাতটি মূল কেন্দ্র থেকে এই কার্যক্রম চালাত এবং বিভিন্ন কৌশল ব্যবহার করে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করত। গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা প্রাথমিকভাবে অ্যাপার্টমেন্ট বা অফিস ভাড়া নেওয়ার প্রলোভনে পড়ে অর্থ দিয়ে থাকলেও পরে প্রতারকরা সব যোগাযোগ বন্ধ করে দিত। শারজাহ পুলিশ বাসিন্দাদের সতর্ক করেছে অনলাইনে ভাড়া নেওয়া বা লেনদেনের আগে অবশ্যই মালিক পক্ষের বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি।
সৌদি আরব
এক মাসে ৫ কোটি ৩০ লাখের বেশি মানুষের উপস্থিতি মক্কা-মদিনায়
সারা বিশ্ব থেকে ওমরাহ হাজি ও মুসল্লিদের সংখ্যা বাড়ছে সৌদি আরবে। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী তত্ত্বাবধানের জন্য জেনারেল অথরিটি ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসে দুটি পবিত্র মসজিদে মোট ৫ কোটি ৩০ লাখ মুসল্লি এবং দর্শনার্থী এসেছেন। কর্তৃপক্ষের মতে, গত মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে ১ কোটি ৭৫ লাখ ৬০ হাজারেরও বেশি মুসল্লি ও হাজিকে স্বাগত জানিয়েছে। ওমরাহ পালন করেছেন ১ কোটি ২১ লাখ মানুষ। মদিনার মসজিদে নববীতে একই মাসে ২ কোটি ৭০ লাখ ৫৬০ জন মুসল্লি এসেছিলেন। ২০ লাখ ৭১ হাজার দর্শনার্থী নবী মুহাম্মদ (সা.) এবং তার সাহাবীদের প্রতি সালাম পেশ করেছেন। কর্তৃপক্ষ বলছে, হাজি ও মুসল্লিদের জন্য ব্যবস্থাপনা আরো উন্নত করায় এই সংখ্যা দিন দিন বাড়ছে।