বাহরাইন প্রবাসীদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ সেবা চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস একটি গুরুত্বপূর্ণ সেবা চালু করেছে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বিনামূল্যে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন।
এই সেবা বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের হল রুমে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রদান করা হয়। এতে প্রবাসীরা তাদের ব্যক্তিগত, শ্রম, আবাসন বা অন্যান্য আইনি জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ নিতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, সপ্তাহের অন্যান্য কার্যদিবসেও অফিস চলাকালে দূতাবাসের আইন কর্মকর্তা কর্তৃক আইনি পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে করে প্রবাসীরা যে কোনো সময় প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
জরুরি ভিত্তিতে আইনি পরামর্শের জন্য প্রবাসীরা ৩৮৩৯৩০১২ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তবে এই নম্বর শুধু আইনি সহযোগিতার জন্য নির্ধারিত। অন্যান্য কনস্যুলার বা দূতাবাস সংক্রান্ত সেবার জন্য ১৭২৩৩১২৫ এবং ৩৩৩৭৫১৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের আইনি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি পাবে। প্রবাসীদের অধিকার রক্ষা এবং সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই এই সেবার মূল লক্ষ্য।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই সেবাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। অনেকেই মনে করছেন, দূতাবাসের এমন উদ্যোগ তাদের জীবনযাত্রাকে আরো নিরাপদ ও সুশৃঙ্খল করবে।
বাংলাদেশ দূতাবাস বাহরাইন সকল প্রবাসী নাগরিককে এই সেবা গ্রহণে উৎসাহিত করেছে এবং আইনি জটিলতা এড়াতে নিয়মিত পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র: বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস