Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে প্রবাসী কর্মীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬

কাতারে প্রবাসী কর্মীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

কাতারের দোহায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। ২৩ সেপ্টেম্বর দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের দেশটির আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শপিংমল ও পাবলিক পার্কিং এলাকায় কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আটক করেছে। যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে, তবুও কিছু অনভিপ্রেত আচরণের কারণে তারা আইনি জটিলতায় পড়ছেন।

দূতাবাস জানায়, কতিপয় ক্লিনিং কোম্পানির কর্মীরা পার্কিংয়ে গাড়ি আসামাত্র যাত্রীদের বিরক্ত করছেন এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করছেন। বিষয়টি কাতার সরকারের নজরে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাবলিক পার্কিংয়ে কর্মরতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে কার ওয়াশিং কোম্পানি ও সংশ্লিষ্ট কর্মীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দূতাবাস। প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা কোনোভাবেই অযাচিত বা অনৈতিক আচরণে জড়িত না হন এবং কর্মস্থলে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারে কর্মরত বাংলাদেশিদের সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন লঙ্ঘন করলে তা শুধু ব্যক্তিগত ক্ষতির নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: দ্য ডেইলি সান

Logo