প্রবাসের টুকরো খবর ২৫ সেপ্টেম্বর ২০২৫
কাতারে বিনামূল্যের স্বাস্থ্যসেবা দিল লক্ষ্মীপুর জেলা সমিতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যের স্বাস্থ্যসেবা
লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কাতার প্রবাসীদের জন্য বিনামূল্যের স্বাস্থ্যসেবা৷ যেখানে সেবা গ্রহণ করেন ৫৫৭ জন বাংলাদেশি প্রবাসী ও অন্য দেশের নাগরিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) আব্দুল্লাহ আল রাজী। অনুষ্ঠান পরিচালনা করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ৷ এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি দোহা কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ কে এম আমিনুল হক, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ, সমাজসেবক কাজী আরিফুল ইসলাম, মো. তাজুল ইসলাম, উপদেষ্টা নুরুল আফসার বাবুল, ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমসহ আরো অনেকে। অনুষ্ঠানে সাইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে রেফেল ড্রর মাধ্যমে ক্যাশ ভাউচার পুরস্কার দেওয়া হয়৷
কাতারে মিলাদুন্নবী (সা.) নিয়ে আলোচনা
বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কাতারের মাইজার এলাকায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সৈয়দ মুহাম্মদ হাশেমী মিয়া আশরাফী আল জিলানী। আলোচনায় আরো যুক্ত হন ব্যারিস্টার মুনছুর আলম আশরাফী, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলম, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ ওসমান গণি আশরাফী। আলোচনায় বক্তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জীবনী নিয়ে আলোচনা করেন। বলেন, নবীজীর দেখানো পথ অনুসরণ করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। বিশ্ব শান্তি কামনায় আগতরা মোনাজাতেও অংশ নেন। কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ব্লু কালার গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।
ভিসা বন্ধে সংকটে আমিরাতের প্রবাসী ব্যবসায়ীরা
সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু না হওয়া এবং ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় সংকটে পড়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ভিসা প্রতিবন্ধকতায় ব্যবসা পরিচালনায় দেখা দিচ্ছে নানা ধরনের জটিলতা। দেখা দিয়েছে শ্রমিক সংকটও। দেশি দক্ষ জনবলের অভাবে উৎপাদনশীলতা কমে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কেবিএন রেস্টুরেন্টের চতুর্থ শাখার উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন। রেস্টুরেন্টটি উদ্বোধন করেন আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক। বক্তারা বলেন, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে না পারায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিচ্ছেন। অথচ দেশে এখনো অনেক দক্ষ, পরিশ্রমী ও কর্মঠ তরুণ কাজের অপেক্ষায় আছেন। বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আলোচকরা।