Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ সেপ্টেম্বর ২০২৫

সৌদিতে প্রবাসীর পোষ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

সৌদিতে প্রবাসীর পোষ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

সৌদি আরব

সৌদিতে প্রবাসীর পোষ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

সৌদি আরবে প্রবাসী কর্মীদের স্ত্রী বা স্বামীদের চাকরিতে নিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীকে নির্ভরশীল প্রবাসীদের চাকরি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী নির্ধারণ করবেন কোন অর্থনৈতিক কার্যক্রম ও পেশাগুলো এই নিয়মের আওতায় থাকবে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী প্রবাসী পরিবারের সদস্যদের নিয়োগের জন্য যে ফি ধার্য করা হবে, তা মূল প্রবাসী কর্মীর ফির সমান হবে। এছাড়া প্রবাসী পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য ছয়টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রবাসীর সাথে ব্যক্তির সম্পর্ক অবশ্যই স্বামী, স্ত্রী বা নারী কর্মীর পুরুষ অভিভাবক হতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শ্রমবাজারে স্বচ্ছতা আনবে এবং প্রবাসী পরিবারের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সৌদিতে বসবাসরত ত্রিশ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য এ নিয়ম নতুন সুযোগ এনে দেবে বলে বলে মনে করা হচ্ছে।


বাহরাইন

মাদক চোরাচালানের দায়ে এক এশিয়ানের ১০ বছরের জেল বহাল

বাহরাইনের আদালত এক এশীয় নাগরিককে মাদক পাচারের জন্য ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার দিনার জরিমানাও করা হয়েছে। সাজা শেষে তাকে বাহরাইন থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত এশিয়ান ব্যক্তি সালমাবাদ এলাকায় ১৫০ বাহরাইনি দিনারের গাঁজা বিক্রির লেনদেনের সঙ্গে  জড়িত ছিল। তবে লোকটি এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশিসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকরা। সে স্বীকার করেছে, গাঁজা বিক্রির সাথে জড়িত ছিল। বিভিন্ন এলাকা থেকে সে গাঁজা সংগ্রহ করে বিক্রি করত। তল্লাশি করে তার বাড়ি থেকে গাঁজার গাছও পাওয়া যায়।  


কুয়েত

ডেলিভারি ড্রাইভারদের অধিকার ও নিরাপত্তার প্রচারণা

কুয়েতে ডেলিভারি ড্রাইভারদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের প্রত্যাশায় মানবাধিকার সংস্থাগুলো প্রচারণা শুরু করেছে। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ডেলিভারি ড্রাইভাররা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। কুয়েতের প্রায় ৪০ হাজার ড্রাইভার নিয়মিতভাবে দীর্ঘ সময় কাজ করছেন, তবে তাদের জন্য নিরাপদ ও সুসংগঠিত কর্মপরিবেশের সুযোগ সীমিত। প্রচারণার মাধ্যমে চালকদের পেশাগত অধিকার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সড়ক নিরাপত্তা বিধি এবং নিয়োগকর্তাদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এতে ড্রাইভাররা নিরাপদভাবে তাদের কাজ করতে পারবে, একই সঙ্গে নিয়োগকর্তাদের দায়িত্বশীল আচরণও নিশ্চিত হবে। ডেলিভারি ড্রাইভাররা প্রত্যাশা করছেন যে, এই ধরনের উদ্যোগ তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মান এবং উপযুক্ত সুযোগ সুবিধা নিশ্চিত হবে। 

Logo