মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ সেপ্টেম্বর ২০২৫
দুবাইয়ে ভিসা শর্ত ভঙ্গকারী ১৬১ জনকে ডিপোর্টের আদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

বাহরাইন
বাহরাইনে এসেছে শরৎ, কমে এসেছে তাপমাত্রা
বাহরাইনে চলে এসেছে শরৎ, কমে এসেছে তাপমাত্রা। সক্রিয় হয়েছে উত্তর-পশ্চিমের প্রবল বাতাস। তাই তাপমাত্রা ধীরে ধীরে নিচে নামছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। বর্তমানে দেশটির তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সাথে কিছু কিছু এলাকায় ধুলাও লক্ষ্য করা গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসছে দিনগুলোতে দিনের তাপমাত্রা স্নিগ্ধ হবে এবং রাতের সময় আরো শীত অনুভূত হবে, বিশেষ করে অক্টোবর শেষের দিকে। দেশটির সর্বশেষ আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, আগামী দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
কুয়েত
কুয়েতে চলছে অভিযান, আটক ২০০
কুয়েতে চলমান ট্রাফিক অভিযানে ২০০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে ১৫৩ জন দেশটির বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারী। আরব টাইমস এই খবর দিয়েছে। বসবাস ও শ্রম আইন লঙ্ঘনকারীরা প্রবাসী হওয়ার সম্ভাবনা বেশি। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছে কোনো আইডি কার্ড ছিল না। কুয়েতে বাস করেন সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশি, যাদের এসব অভিযান সম্পর্কে জানা, দেশটির ট্রাফিক আইন ও ভিসা শর্ত মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে ভিসা শর্ত ভঙ্গকারী ১৬১ জনকে ডিপোর্ট
দুবাইয়ে ভিসা শর্ত ভঙ্গকারী ১৬১ জনকে ডিপোর্ট করার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। একই সাথে ভিসা শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযানও জোরদার করেছে দেশটির পুলিশ। খালিজ টাইমস এই খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, নাগরিক ও আবাসন বিষয়ক আদালত একটি গুরুত্বপূর্ণ রায়ে ১৬১ জন অভিযুক্তকে ভিসা ভঙ্গ ও অবৈধ ব্যবসায়িক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ১৫ কোটি ২২ লাখ দিরহাম জরিমানা করেছেন। আদালতের রায় অনুসারে, অভিযুক্তদের বেশির ভাগই এমন ব্যবসা বন্ধ করেছে, যেখানে তারা স্পন্সরকৃত কর্মচারীদের নিয়মিত আবাসন অবস্থা স্বাভাবিক করেছিল না। পাশাপাশি তদন্তে পাওয়া গিয়েছে, তারা ভিসা-এন্ট্রি পারমিটকে অবৈধভাবে ব্যবহার, বিক্রি ও লেনদেনে মদদ দিয়েছিল। ভিসা আইন ভঙ্গকারীরা কোন দেশের নাগরিক, সে সম্পর্কে খবরে কোনো কিছুই জানানো হয়নি। দেশটিতে বাস করেন কমপক্ষে ১০ লাখ প্রবাসী বাংলাদেশি। তারা কেউ এ ঘটনায় ডিপোর্টের শিকার হয়েছেন কিনা, তা জানা যায়নি।