মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ সেপ্টেম্বর ২০২৫
বাহরাইনে মাদক চক্রের ১৯ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

বাহরাইন
বাহরাইনে মাদক চক্রের ১৯ জন গ্রেফতার
বাহরাইনে মাদক চোরাকারবারি চক্রের ১৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে।
তবে তারা কোন দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় কোনো কিছুই প্রকাশ করেনি পুলিশ। অভিযানে ১৬ কেজি মাদক জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ১৩ হাজার বাহরাইনি দিনার বা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আন্তর্জাতিক কাস্টমস ও একটি এয়ার কার্গো কোম্পানির তথ্যে গোপন অভিযান চালায় বাহরাইনের পুলিশ ও গোয়েন্দারা। তথ্য ও প্রমাণ নিয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। বাহরাইনের আইনে মাদক চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও আর্থিক জরিমানা হতে পারে। ফলে বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বাহরাইনের আইনে মামলা করা হবে।
কুয়েত
কুয়েতে অবৈধভাবে ঠিকানা পরিবর্তন চক্রের ৫ জন গ্রেফতার
কুয়েতে ঠিকানা পরিবর্তন চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, চক্রটি সরকারি কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে, তাদের সই নকল করে নাগরিক ও বাসিন্দাদের ঠিকানা পরিবর্তনের সুযোগ দিত। আরব টাইমস এ খবর দিয়েছে। কুয়েতে ঠিকানা পরিবর্তন অবৈধ কিছু নয়, তবে ঠিকানা পরিবর্তন করার সময় বাসিন্দাদের কুয়েতের সিভিল আইডি অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। তবে কখনো কখনো কেউ অপরাধ করে আইনের হাত থেকে পালাতে বা সরকারি বিশেষ সুবিধা পেতে অবৈধভাবে ঠিকানা পরিবর্তন করে থাকে। কুয়েতের পুলিশ বলছে, আটককৃতরা ঠিকানা পরিবর্তনের প্রতি লেনদেনের সময় ১২০ কুয়েতি দিনার আদায় করত। ঘুষের অর্থ সরাসরি না নিয়ে তৃতীয় পক্ষের ব্যাংক লিংক বা খাদ্যসামগ্রীর মাধ্যমে লেনদেন করত। অভিযানের সময় প্রায় ৫ হাজার কুয়েতি দিনার উদ্ধার করেছে পুলিশ।
সংযুক্ত আরব আমিরাত
ইঁদুর নিয়ে সতর্কতা আমিরাতের দমকল বাহিনীর
সংযুক্ত আরব আমিরাতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক এশিয়ান গৃহকর্মী আগুনে পুড়ে গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা। গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাস আল খাইমার আল সাফি অঞ্চলের এক বাড়িতে এ ঘটনা ঘটে। যেখানে ইঁদুরের উৎপাতে সিলিন্ডার গ্যাস পাইপ লাইন ফুটো হয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সন্দেহ দমকল বাহিনীর। ৪২ বছর বয়সী এই এশিয়ান গৃহকর্মী কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। আমিরাতের দমকল বাহিনীর কর্মকর্তারা সতর্ক করেছেন, ঘরের গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করতে হবে এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে। এছাড়া কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে যে, ইঁদুর গ্যাস পাইপের ক্ষতি করে মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে, যার ফলে মারাত্মক লিকেজ হতে পারে। তারা বলছে, সামান্য অবহেলাও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে।