কাতারে ২০২৬ সালের হজের আবেদন শুরু ১ অক্টোবর থেকে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬

২০২৬ সালের হজ পালনের জন্য কাতারে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
হজের আবেদন গ্রহণ ও যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে। আবেদনকারীদের বয়স, স্বাস্থ্য অবস্থা, পূর্বে হজ পালন করেছেন কিনা- এসব তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই কাতারে বৈধভাবে বসবাস করতে হবে এবং নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্য সনদ এবং কাতারে বৈধ বাসস্থান সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়ায় এসব তথ্য আপলোড করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে যারা আগে হজ করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বয়স্ক, অসুস্থ ও নারীদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপে হজ প্রশিক্ষণ ও ভিসা প্রক্রিয়া শুরু হবে।
কাতার সরকার হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে। বিমান, আবাসন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা; সব ক্ষেত্রেই উন্নত ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।
এই উদ্যোগের মাধ্যমে কাতার সরকার হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে চায়। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
তথ্যসূত্র: The Peninsula Qatar