আমিরাত নির্মাণ খাতে ১৩০.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নির্মাণ খাত আগামী চার বছরে অভূতপূর্ব সম্প্রসারণের পথে এগোচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৯ সালের মধ্যে এই খাতের আকার ১৩০.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। অর্থাৎ, ২০২৪ থেকে ২০২৯ সময়কালে গড় বার্ষিক প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ।
এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে আবাসন, বাণিজ্যিক অবকাঠামো, পরিবহন, জ্বালানি এবং পর্যটন খাতে বড় ধরনের সরকারি ও বেসরকারি বিনিয়োগ। বিশেষ করে আবুধাবি ও দুবাইয়ের মেগা প্রকল্পগুলো, যেমন- নতুন শহর পরিকল্পনা, স্মার্ট সিটি এবং টেকসই ভবন নির্মাণ এই খাতকে আরো গতিশীল করে তুলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই সরকার ভিশন ২০৩০ এবং ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজির আওতায় নির্মাণ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে করে দেশটির অর্থনৈতিক বৈচিত্র্য, কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত হবে।
বিশ্লেষকরা বলছেন, ইউএইর নির্মাণ খাত শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠছে। বিশেষ করে পরিবেশবান্ধব নির্মাণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং শ্রমিক সুরক্ষায় নেওয়া পদক্ষেপগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
এই খাতে সম্প্রসারণের ফলে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে, যা প্রবাসী শ্রমিকদের জন্যও নতুন সুযোগ এনে দেবে। একই সঙ্গে নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শিল্প যেমন- সিমেন্ট, ইস্পাত, যন্ত্রপাতি এবং রিয়েল এস্টেটেও ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র: ইকোনমি মিডল ইস্ট