Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসের টুকরো খবর

সৌদিতে হতে যাচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

সৌদিতে হতে যাচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

রিয়াদের আল খারিজ প্রবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদি আরবের রিয়াদ আল খারিজ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজনে সচেতনামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। যাতে যুক্ত হন রিয়াদ প্রবাসী বাংলাদেশিরা। বাছির মিয়া বেপারীর সার্বিক তত্ত্বাবধানে শিহাব মাহমুদ আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও হাসির চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মুন্না, সেকান্দর মুন্সি হারুন। অন্যদের মধ্যে মুরাদ রেজা, আরিফুল ভূঁইয়া, মোহাম্মদ শামিমসহ রিয়াদ আল খারিজে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাদের পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে গানের তালে তালে নেচেগেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। 


সৌদিতে হতে যাচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো  

সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করবে বাংলাদেশ। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ৩য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোর আসর। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাকসেসরিজ পণ্যগুলো প্রদর্শন করবে। ২৬টি দেশের প্রতিনিধি এই মেলায় অংশগ্রহণ করছে। জেদ্দার কনসাল জেনারেল সাখাওয়াৎ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

Logo