Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ সেপ্টেম্বর ২০২৫

নকল আইফোন নিয়ে সতর্ক করল বাহরাইন সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

নকল আইফোন নিয়ে সতর্ক করল বাহরাইন সরকার

বাহরাইন

নকল আইফোন নিয়ে সতর্ক করল বাহরাইন সরকার

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে যে, নতুন আইফোন সেভেনটিন বাজারে আসার সাথে সাথে কিছু ভুয়া ইনস্টাগ্রাম অনলাইন স্টোর মানুষকে প্রতারণা করছে। এই ভুয়া স্টোরগুলো এক্সক্লুসিভ অফার বা লিমিটেড টাইম ডিল দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য জোগাড় করার চেষ্টা করছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে।খবরে আরো বলা হয়েছে, প্রতারণাকারীরা আইফোনের দামে ডিসকাউন্ট অফার দিয়ে ক্রেতাদের প্রলুদ্ধ করছে। বাহরাইনে আছেন দেড় লাখের মতো প্রবাসী বাংলাদেশি, তাদের এ বিষয় সতর্ক থাকার কথা বলছেন প্রবাসীরা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের আরো সতর্ক করে বলেছে, কেউ যেন এই ধরনের ভুয়া অফারের ফাঁদে না পড়ে, ব্যক্তিগত ব্যাংকিং তথ্য অপরিচিত কাউকে শেয়ার না করেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন কার্যক্রম নিয়মিত নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।


কুয়েত

কুয়েতে বেপরোয়া ড্রাইভারদের ধরতে ড্রোন চালু

কুয়েতে বেপরোয়া ড্রাইভারদের ধরতে ড্রোন চালু করা হচ্ছে, যাতে ট্রাফিক আইন অমান্যকারী ড্রাইভারদের দ্রুত শনাক্ত করা যায় এবং তাদের শাস্তির আওতায় আনা যায়। আরব টাইমস এ খবর দিয়েছে।

কুয়েতে আছেন বাংলাদেশের কমপক্ষে সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশি, যাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ হতে পারে। দেশটির ট্রাফিক পুলিশ সম্প্রতি এক অভিযানে ২৪৯টি মামলা দায়ের করেছে, যার মধ্যে রয়েছে অবৈধ ওভারটেকিং, ট্রাফিক অবরোধ এবং অন্যান্য গুরুতর আইন লঙ্ঘনের মতো ঘটনা। খবরে আরো বলা হয়েছে, ট্রাফিক অভিযানগুলোতে এবার ড্রোন চলবে আকাশে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে। খবরে আরো বলা হয়েছে, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দুই মাস পর্যন্ত গাড়ি জব্দ করার বিধান রয়েছে। তিনি নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে বলেন, ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কুয়েত সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা কমানো, ড্রাইভার ও বাসিন্দাদের নিরাপত্তা বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করা। 


সংযুক্ত আরব আমিরাত

স্কুলে বুলি করলে ১ লাখ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে স্কুলে শিক্ষার্থীদের বিরুদ্ধে বুলি, নিপীড়ন বা অবহেলার ঘটনা রোধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। গালফ নিউজ এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, এখন থেকে যে কোনো স্কুল, শিক্ষক বা কর্মচারী যদি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক বা যৌন নিপীড়ন করে, তাদের ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে এক বছরের কারাদণ্ড এবং স্কুলের কার্যক্রম স্থগিত বা বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হতে পারে। আমিরাতে এই আইন সরকারি ও বেসরকারি উভয় স্কুলের জন্য প্রযোজ্য হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই বিধান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্কুলগুলোকে আরো দায়িত্বশীল করে তুলবে। স্কুলগুলোকে শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ প্রতিবেদন ব্যবস্থা শক্তিশালী করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে শিশুরা নিরাপদ ও সহায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে।

  

সৌদি আরব

সৌদি আরবে পালিত হচ্ছে জাতীয় দিবস

সৌদি আরবে পালিত হচ্ছে তাদের ৯৫তম জাতীয় দিবস। দেশটি প্রতি বছর ২৩ সেপ্টেম্বর এই দিনটি পালন করে থাকে। আর এই দিনেই ১৯৩২ সালে প্রথম বাদশাহ কিং আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে সৌদি আরবকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। জাতীয় দিবসটি নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবোধ জাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৌদি আরবের অগ্রগতির দৃশ্যমান প্রতিচ্ছবি তুলে ধরে। জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন শহরে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, আলোকসজ্জা ও জনসচেতনতা মূলক বিভিন্ন আয়োজন করে দেশটি। বিশেষভাবে, ভিশন ২০৩০ এর উদ্যোগে সৌদি আরব অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও সামাজিক খাতে বিশাল অগ্রগতি সাধন করেছে। সৌদি আরবের অর্থনীতি গত ৯৫ বছরে সাড়া জাগানো পরিবর্তন ও উন্নতির সাক্ষী হয়েছে। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশটি মূলত তেল রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলে। ১৯৭০-এর দশকে তেলের দাম বৃদ্ধি সৌদির অর্থনীতিতে ব্যাপক উন্নতি নিয়ে আসে, যার ফলে জিডিপি দ্রুত বৃদ্ধি পায়। আর বর্তমানে সৌদি আরবের মোট জিডিপি প্রায় ১.২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশিরা সত্তরের দশক থেকেই সৌদি আরবে কর্মসংস্থানের খোঁজে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে অবদান রেখে চলেছে। 

Logo