বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় কুয়েত সিটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় কুয়েত সিটি এখন বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা একিউএয়ারের তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান সূচক ১৫৮-এ পৌঁছেছে, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার দূষণ শিশু, বৃদ্ধ এবং শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এমনকি সুস্থ ব্যক্তিদেরও দীর্ঘ সময় এই পরিবেশে থাকলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা এবং হৃদরোগের আশঙ্কা বাড়ে।
কুয়েতের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, শিল্পাঞ্চল, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি এই দূষণের প্রধান কারণ। পাশাপাশি মরু অঞ্চলের ধূলিঝড়ও বায়ু দূষণকে আরো তীব্র করে তুলছে।
একিউএয়ারের তালিকায় কুয়েত সিটির সঙ্গে রয়েছে দিল্লি, বেইজিং, লাহোর ও ঢাকা, যারা নিয়মিতভাবে দূষণের শীর্ষে থাকে। তবে কুয়েতের মতো ধনী উপসাগরীয় শহরের এই অবস্থান অনেককে বিস্মিত করেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে এবং বয়স্ক ও অসুস্থদের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। স্কুল ও অফিসে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, কুয়েতের মতো শহরে দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তি ও নীতিগত পদক্ষেপ নেওয়া সম্ভব, কিন্তু তার জন্য রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতা জরুরি। তারা জ্বালানি ও শিল্প খাতে দূষণ নিয়ন্ত্রণ, সবুজায়ন এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়েছেন।
এই পরিস্থিতি শুধু কুয়েত নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য শহরের জন্যও সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরু অঞ্চলে ধূলিঝড় ও তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দূষণ মিলিয়ে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: আরব টাইমস