Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে গৃহকর্মী ভিসা যাচাইয়ে নতুন ডিজিটাল টুল চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩

কুয়েতে গৃহকর্মী ভিসা যাচাইয়ে নতুন ডিজিটাল টুল চালু

কুয়েত সরকার গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে চালু করেছে নতুন একটি ডিজিটাল টুল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘সাহেল’ (Sahel) অ্যাপের মাধ্যমে এই সেবা চালু করেছে, যার মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা সহজেই যাচাই করতে পারবেন নিয়োগের জন্য যাকে বেছে নেওয়া হচ্ছে, তার নামে আগে থেকেই কোনো ভিসা ইস্যু হয়েছে কিনা।

এই উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগ প্রক্রিয়ায় ভুল কমানো, একাধিকবার আবেদন করে প্রশাসনিক জটিলতা সৃষ্টি না করা এবং সময়মতো সঠিক তথ্য নিশ্চিত করা। মন্ত্রণালয়ের মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তি বিভাগ এবং জাতীয়তা ও আবাসন সেক্টরের যৌথ উদ্যোগে এই সেবা চালু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নতুন এই ফিচার কুয়েত সরকারের ই-গভর্নেন্স কৌশলের অংশ। এর মাধ্যমে ভিসা যাচাই, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে, যা নিয়োগকারীদের জন্য সময় ও শ্রম সাশ্রয় করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল টুল গৃহকর্মী নিয়োগে স্বচ্ছতা আনবে এবং ভিসা জালিয়াতি বা প্রতারণার আশঙ্কা কমাবে। একই সঙ্গে নিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করবে।

‘সাহেল’ অ্যাপটি ইতোমধ্যে কুয়েতের নাগরিক ও প্রবাসীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর মাধ্যমে সরকারি নানা সেবা সহজে পাওয়া যাচ্ছে। নতুন ফিচারটি যুক্ত হওয়ায় গৃহকর্মী নিয়োগে আগ্রহীরা এখন আরো সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।

এই পদক্ষেপ কুয়েত সরকারের ডিজিটাল রূপান্তরের অংশ, যেখানে নাগরিক সেবা আরো সহজ, দ্রুত ও নিরাপদ করার চেষ্টা চলছে। বিশেষ করে গৃহকর্মী নিয়োগের মতো সংবেদনশীল বিষয়ে প্রযুক্তির ব্যবহার নিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং শ্রমবাজারে শৃঙ্খলা আনবে।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo