
সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। মাত্র ১০০ দিরহামের নিচে টিকিটের সুযোগ দিয়ে অভ্যন্তরীণ ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করে তুলছে তারা।
এই অফারটি মূলত সৌদি নাগরিক ও প্রবাসীদের উৎসবের আনন্দে ভ্রমণের সুযোগ করে দিতে চালু করা হয়েছে। সৌদি অ্যারাবিয়ান, ফ্লাইনাস এবং অন্যান্য স্থানীয় এয়ারলাইন্সগুলো নির্দিষ্ট রুটে সীমিত সময়ের জন্য এই ছাড় দিচ্ছে। রিয়াদ, জেদ্দা, দাম্মাম, আবহা, তাবুকসহ জনপ্রিয় গন্তব্যে এই অফার প্রযোজ্য।
বিমান সংস্থাগুলো জানিয়েছে, এই অফার শুধু অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং নির্দিষ্ট তারিখের মধ্যে ভ্রমণ করতে হবে। যাত্রীদের জন্য রয়েছে সীমিত আসন, তাই আগেভাগেই বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি জাতীয় দিবস উপলক্ষে শুধু বিমান সংস্থাই নয়, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন প্রতিষ্ঠানও বিশেষ ছাড় ও প্যাকেজ ঘোষণা করেছে। এতে করে দেশজুড়ে উৎসবের আমেজ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অফার শুধু উৎসব উদযাপন নয়, বরং অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার একটি কৌশল। এতে করে স্থানীয় অর্থনীতিও চাঙা হয় এবং নাগরিকদের মধ্যে ভ্রমণের আগ্রহ বাড়ে।
সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পর্যটন ও পরিবহন খাতে এমন উদ্ভাবনী উদ্যোগ দেশকে আরো উন্মুক্ত ও গতিশীল করে তুলছে। জাতীয় দিবসের এই উদযাপন তাই শুধু ঐতিহ্য নয়, আধুনিক সৌদি আরবের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
তথ্যসূত্র: গালফ নিউজ