
বাহরাইন ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শরৎ ঋতুতে প্রবেশ করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় থেকে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে এবং আর্দ্রতার মাত্রাও কমবে, যা আবহাওয়াকে তুলনামূলকভাবে আরামদায়ক করে তুলবে।
পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে ২৭ ডিগ্রি পর্যন্ত। আর্দ্রতা ৭০ শতাংশের নিচে থাকবে, ফলে দিনের শেষে ও রাতের সময় আবহাওয়া আরো স্বস্তিদায়ক হবে।
২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাহরাইনে উত্তর-পশ্চিম দিক থেকে মাঝারি থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হবে। এতে সমুদ্রের ঢেউ উঁচু হতে পারে এবং খোলা জায়গায় ধুলাবালি উড়তে পারে। এজন্য কর্তৃপক্ষ সমুদ্রগামীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে বলেছে।
জ্যোতির্বিদ আলি আল-হাজরি জানিয়েছেন, পৃথিবীর অক্ষের ঝুঁটির কারণে শরতের সূচনা হয় এবং এর ফলে প্রতিদিন সূর্যের মধ্যাহ্ন উচ্চতা কমতে থাকে। এতে করে প্রতিদিন গড়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে। অক্টোবরের শেষ নাগাদ রাতগুলো আরো ঠান্ডা হবে এবং নভেম্বর পর্যন্ত দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
তিনি আরো বলেন, ঋতু পরিবর্তনের ফলে শিশু ও বৃদ্ধদের মধ্যে মৌসুমি রোগের প্রকোপ বাড়তে পারে, পরিযায়ী পাখির আনাগোনা দেখা যাবে এবং কৃষিকাজ ও মাছ ধরার মৌসুম শুরু হবে।
এই ধাপে ধাপে পরিবর্তন বাহরাইনের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন