মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ সেপ্টেম্বর ২০২৫
মাদকের বড় গ্যাং ধরেছে দুবাই পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

বাহরাইন
বাহরাইনে বিদায় নিচ্ছে গ্রীষ্মকাল
তীব্র গরমের দিন শেষ হতে চলেছে বাহরাইনে। ধীরে ধীরে তাপ কমতে শুরু করছে। বিশেষত রাতের বেলায়। বিদায় নিচ্ছে কষ্টের গ্রীষ্মকাল। বাহরাইনের আকাশে দেখা মিলছে অতিথি পাখির। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, দূর শীতের দেশ থেকে অতিথি পাখির ঝাঁকে বাহরাইনের আকাশ ভরে উঠেছে। তাদের কলকাকলিতে যেন প্রকৃতিতে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে গিয়ে দেখা মিলছে সুনীল আকাশের। প্রকৃতির এমন চিত্রই বলে দিচ্ছে হেমন্ত চলে এসেছে বাহরাইনে। যদিও এখনো দুপুরে তাপমাত্রা চল্লিশের ঘরেই থাকছে, আর্দ্রতাও খানিকটা বাড়তি। কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে দুপুরের তাপমাত্র ৩২-৩৫ ডিগ্রিতে নেমে আসবে। দীর্ঘ গরমের পর প্রশান্তির দেখা মিলবে বাহরাইনের নাগরিক আর বাসিন্দাদের মনে।
সংযুক্ত আরব আমিরাত
মাদকের বড় গ্যাং ধরেছে দুবাই পুলিশ
মাদকের বড় গ্যাং ধরেছে দুবাইয়ের পুলিশ। গ্রেফতারকৃত সাতজন এশিয়ান। তবে এশিয়ানরা কোন দেশের বা তাদের নাম- পরিচয় প্রকাশ করা হয়নি। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, তাদের কাছ থেকে ২৬ কেজি মাদকও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, এই মাদক গ্যাংয়ের সদস্যরা বিদেশ থেকে বিভিন্ন ধরনের মাদক এনে আমিরাতের ভেতরে থাকা ক্রেতাদের হাতে পৌঁছে দিত। কাজ চলত অত্যন্ত গোপনে। দুবাই পুলিশ তাদের দীর্ঘ নজরদারির মাধ্যমে এই গ্যাংয়ের খোঁজ পায়। পুলিশ বলছে, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হয়েছে। অভিযানে যুক্ত হয়েছেন দুবাইয়ের তুখোড় পুলিশ অফিসাররা।
সৌদি আরব
১৩,৩৭৫ বিদেশিকে বহিষ্কার করেছে সৌদি
সৌদি আরব গত সপ্তাহে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ২১ হাজার ৬৩৮ জন আইন ভঙ্গকারীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১৩ হাজার ৩৭৫ জন বিদেশিকে বহিষ্কার করেছে দেশটি। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৫৮ জন রেসিডেন্সি আইন, ৪ হাজার ৫৪০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৪০ জন শ্রম আইন লঙ্ঘন করেছিল। এছাড়া ২৫ হাজার ৫৩৩ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে বৈধ যাতায়াত নথি সংগ্রহের জন্য। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা, এমনকি ব্যবহৃত যানবাহন ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হতে পারে।
কুয়েত
কুয়েতে আইন ভঙ্গের দায়ে ৬৩ জন গ্রেফতার
কুয়েতের ফারওনিয়া গভর্নরেটের আল দাজিজ এলাকায় যৌথ নিরাপত্তা অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৭ জন শ্রম আইন লঙ্ঘনকারী, ৯ জন পরিচয়পত্রবিহীন, ৬ জনের নামে আগে কাজে অনুপস্থিতির রিপোর্ট ছিল। আরব টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, অভিযানটি পরিচালনা করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা। অভিযানের লক্ষ্য ছিল অবৈধ শ্রমিক, আইন ভঙ্গকারী ব্যবসা প্রতিষ্ঠান এবং জননিরাপত্তা ঝুঁকি তৈরি করা ব্যক্তিদের শনাক্ত করা।
অভিযানে জনশক্তি কর্তৃপক্ষ ২৩টি নিরাপত্তা লঙ্ঘনের নোটিস জারি করে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।