মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ সেপ্টেম্বর ২০২৫
কুয়েতে বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

বাহরাইন
বাহরাইনে নীরব সময়ে কনস্ট্রাকশন কাজ করা যাবে না
নীরব সময়ে কনস্ট্রাকশন কাজ করা যাবে না। মিউনিসিপালিটি সেই নীরব সময়, তারিখ ঠিক করে দেবে। বাসা বাড়ি নির্মাণ কোম্পানিগুলোকে সেই নির্দেশনাগুলো মানতে হবে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। দেশটিতে আবাসিক এলাকায় নির্মাণকাজ চালানোর বিষয়ে নতুন আইন অনুমোদন করা হয়েছে। দেশটির মুহাররাক পৌরসভা সম্প্রতি বিল্ডিং রেগুলেশন সংশোধন করে একটি নতুন আইন অনুমোদন করেছে, যা আবাসিক এলাকায় নির্মাণ, বাড়িঘর ভাঙা এবং খননকাজের জন্য নির্দিষ্ট দিন ও সময় ঠিক করার সুযোগ দেবে। এই আইনটি মূলত শব্দদূষণ কমানো এবং বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে। সংশোধনীর মাধ্যমে পৌরসভাগুলো নির্মাণকাজের সময়সূচি আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি কাজের গতি বজায় রাখার ব্যবস্থাও থাকবে। বাহরাইন সরকারও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
কুয়েত
কুয়েতে বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে
কুয়েত সিটির বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের দশটি দূষিত বায়ুর শহরের তালিকায় নাম লিখিয়েছে কুয়েত সিটি। বায়ু দূষণ দেশটির জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। নগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০-এর উপরে উঠে গিয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাতাসে পার্টিকুলেট ম্যাটার ২.৫ ক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় প্রায় ৩০ গুণ বেশি, যা নাগরিক-বাসিন্দাদের শ্বাসকষ্ট, হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়াতে পারে। পরিবেশবিদদের মতে, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানা ও তেল উৎপাদন কার্যক্রম থেকে নির্গত বর্জ্য, নির্মাণকাজের ধুলা এবং প্রতিবেশী দেশ থেকে আসা ধুলা এই দূষণের মূল কারণ। কুয়েতের পরিবেশবিষয়ক কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হতে, মাস্ক পরতে, জানালা-দরজা বন্ধ রাখতে এবং ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।
সৌদি আরব
সৌদিতে ফলমূল ও সবজির নতুন প্যাকেজিং নিয়ম ঘোষণা
সৌদি আরবে ফলমূল ও সবজির প্যাকেজিং ও লেবেলিংয়ের নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এই নতুন নিয়ম ও নির্দেশনা প্রকাশ করেছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি প্যাকেটজাত কৃষিপণ্যের লেবেলে পণ্যের নাম, ওজন, প্যাকেজিং তারিখ, উৎপাদক দেশ এবং উৎপাদক প্রতিষ্ঠানের নাম, লোগো ও কৃষি নিবন্ধন নম্বর উল্লেখ থাকতে হবে। প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত প্লাস্টিক ও কার্ডবোর্ড হতে হবে ফুডগ্রেড উপাদান দিয়ে তৈরি, যা টেকসই, পুনর্ব্যবহারযোগ্য এবং যথেষ্ট বাতাস চলাচলের সুবিধা দিয়ে থাকে। কার্ডবোর্ড প্যাকেজিং অবশ্যই এমন হতে হবে, যা পরিবহনের চাপ সহ্য করার মতো শক্তিশালী। তাছাড়া ফলমূলের গুণগত মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, এমন শর্তে বক্সের অভ্যন্তরীণ পৃষ্ঠে আর্দ্রতা প্রতিরোধক উপাদান ব্যবহার করতে হবে। সৌদির কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব কৃষি উৎপাদক ও বিনিয়োগকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।
আমিরাত
আমিরাতে অনলাইনে আইফোন-১৭ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে
সংযুক্ত আরব আমিরাতে নতুন আইফোন-১৭ সিরিজ লঞ্চের পর থেকেই অনলাইন মার্কেটপ্লেসে ডিভাইসগুলোর দাম প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। মূল দামের তুলনায় ৫০% থেকে কখনো কখনো ১০০% বেশি দামে বিক্রি হচ্ছে নতুন আইফোন সেভেনটিন। ২ টেরাবাইটের আইফোন-১৭ প্রো ম্যাক্স সংস্করণ, যার আনুমানিক দাম ৮ হাজার ৪৯৯ দিরহাম, যা অনলাইনে প্রায় ১৪ হাজার দিরহামে বিক্রি হচ্ছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, আইফোনের প্রি-বুকিং শুরু হয়েছিল ১২ সেপ্টেম্বর থেকে এবং সরবরাহ শুরু হয় ১৯ সেপ্টেম্বর। প্রথম দিনেই ডিভাইসগুলো বিক্রি হয়ে যাওয়ায় অনেকে অনলাইনে অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ১ টেরাবাইট ও ২ টেরাবাইট মডেলের চাহিদা বেশির বিপরীতে সরবরাহ সীমিত থাকায় দাম বেড়েছে।
তবে অনেক ক্রেতা এই অতিরিক্ত দামেই ফোন কিনছেন। কারণ আইফোন এখন স্ট্যাটাস সিম্বল হিসেবেও বিবেচিত হচ্ছে। ফলে আইফোন-১৭ সিরিজ লঞ্চের পর দাম বৃদ্ধি ও চাহিদার তারতম্য প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
দুবাই
দুবাইয়ে ভিডিও কল প্রতারণায় পুলিশের সতর্কতা
দুবাইয়ে ভিডিও কলে প্রতারণার বিষয়ে দেশটির পুলিশ নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে। দুবাই পুলিশ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে অসতর্ক নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে। তারা বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছে এবং হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য। গালফ নিউজ এ খবর দিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, অফিসিয়াল পুলিশ কর্মকর্তারা কখনোই ফোন বা ভিডিও কলের মাধ্যমে টাকা বা তথ্য দাবি করে না। তাই কেউ সন্দেহজনক কোনো ভিডিও কল পেলে, তা সরাসরি পুলিশের অফিসিয়াল হটলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত। নাগরিকদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট সংক্রান্ত তথ্য কখনোই অজানা ব্যক্তিকে না দেওয়ার পরামর্শও দিয়েছে পুলিশ। দুবাই পুলিশ আরো জানিয়েছে, এই সতর্কতা নাগরিকদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করবে।