মধ্যপ্রাচ্য এক্সক্লুসিভ
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরের সত্যতা পাওয়া যায়নি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ আরো ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এমন খবরের সত্যতা পাওয়া যায়নি। আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা বিবৃতি দেয়নি।
এমনকি দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস এমন কোনো খবর প্রকাশ করেনি। ফলে বোঝা যায়, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যে খবর প্রকাশ হয়েছে দেশে, তা আমিরাতের সরকারের সিদ্ধান্ত নয় বা দেশটির সরকার এ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে দেশের প্রায় সব গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরাতে আছেন কমপক্ষে ১০ লাখ প্রবাসী বাংলাদেশি। ফলে ভিসা নিষেধাজ্ঞা দিলে তারা গুরুত্ব দিয়েই সেই খবর প্রচার করত। কিন্তু আজ বা বিগত কয়েক দিনে তারা এমন কোনো সংবাদ প্রচার করেনি। ফলে আমিরাত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশের প্রায় সব গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, তা নিয়ে দুবাই প্রবাসী ও দেশের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়।
সেই প্রেক্ষিতে মাইগ্রেশন কনসার্ন কথা বলে দুবাইয়ে থাকা দুবাই প্রবাসী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব ও সাইফুল ইসলাম তালুকদারের সাথে। তারা জানান, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশে যে সংবাদ প্রচার হয়েছে, তা সত্য নয়। আমিরাত সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি। দুবাইয়ের মূল ধারার কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে কোনো সংবাদ ছাপেনি। দুবাই প্রবাসী সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন এখবর পেলো কোথায় দেশের সাংবাদিকরা? অসত্য খবর দুবাইয়ে থাকা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে বলেও মনে করেন দুবাই প্রবাসী সাংবাদিকরা।
logo-1-1740906910.png)