
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় সাময়িক সীমাবদ্ধতা দেখা দিয়েছে। বাংলাদেশ দূতাবাস, দোহা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান আবেদন অনুযায়ী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত সব রেগুলার অ্যাপয়েন্টমেন্ট পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে কেউ রেগুলার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। তবে এক্সপ্রেস অ্যাপয়েন্টমেন্ট এখনো খালি রয়েছে এবং তা গ্রহণযোগ্য।
দূতাবাস জানিয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় তারা ইতোমধ্যে পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই নতুন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পুনরায় খুলে দেওয়া হবে এবং আবেদনকারীরা আবারো রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়। সিরিয়াল অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, ফলে এ বিষয়ে দূতাবাসের কোনো নিয়ন্ত্রণ নেই।
বর্তমানে বাংলাদেশ দূতাবাস প্রতিদিন ৩৩০ জন প্রবাসীকে ই-পাসপোর্ট সেবা প্রদান করছে, যা তাদের নির্ধারিত সক্ষমতা (২৫০ জন) ছাড়িয়ে গেছে। সেবা সহজীকরণে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দূতাবাস কর্তৃপক্ষ সকল প্রবাসী বাংলাদেশির সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার