Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবুধাবির বিগ টিকিট জিতলেন বাংলাদেশি প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

আবুধাবির বিগ টিকিট জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে ২৮ বছর ধরে শ্রমজীবন কাটানো এক বাংলাদেশি প্রবাসী অবশেষে পেয়েছেন জীবনের বড় পুরস্কার। আবুধাবির বিগ টিকিট সাপ্তাহিক ই-ড্রতে ৫৩ বছর বয়সী মোহাম্মদ মামুনুর রহমান নাসর উল্লাহ জয়ী হয়েছেন ৫০ হাজার দিরহাম পুরস্কারে।

দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্লাস্টারার হিসেবে কাজ করা মামুনুর রহমান জানান, তিন বছর আগে প্রথমবারের মতো বিগ টিকিট কিনেছিলেন। বিজয়ের খবর পেয়ে তিনি বলেন, “আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না।” তিনি আরো বলেন, “আমি খুবই আনন্দিত এবং বিগ টিকিট টিমের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।”

পুরস্কার পাওয়ার পরও মামুনুর রহমান বিনয়ী। তিনি এখনো সিদ্ধান্ত নেননি কীভাবে অর্থটি ব্যবহার করবেন, তবে ভবিষ্যতেও বিগ টিকিট কিনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে ৫০ হাজার দিরহাম করে পুরস্কার দেওয়া হয়। সেপ্টেম্বর মাসে টিকিট কেনা অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী ৩ অক্টোবরের লাইভ ড্রতে পাবেন ২ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ।

মামুনুর রহমানের এই বিজয় শুধু অর্থের নয়, এটি একজন সাধারণ শ্রমজীবী মানুষের দীর্ঘ অপেক্ষা ও অধ্যবসায়ের প্রতীক। তার গল্প প্রবাসীদের জন্য অনুপ্রেরণা, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে ভাগ্য বদলের আশায় এগিয়ে চলেছেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo