মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব-পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

সৌদি আরব
প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব-পাকিস্তান
নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে সৌদি আরব ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তিতে বলা হয়েছে, এই দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। খালিজ টাইমস এ নিয়ে খবর ছেপেছে। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এমন একসময় সৌদি আরব-পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তি করল, যখন কাতারের রাজধানী দোহায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে। একই সাথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জন্য তাদের দীর্ঘস্থায়ী নিরাপত্তা গ্যারান্টার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা ক্রমেই ফিকে হয়ে আসছে। ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছেন জিসিসিভুক্ত দেশগুলোর সরকারপ্রধানরা। এই চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত যোগাযোগ বাড়ানো হবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতিতেও নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে।
বাহরাইন
বাহরাইনে মাদক পাচারের দায়ে এশিয়ানের ১৫ বছরের জেল
বাহরাইনের ফার্স্ট হাই ক্রিমিনাল কোর্ট এক এশীয় বংশোদ্ভূত ব্যক্তিকে মাদক পাচার ও বিক্রির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া তাকে ৫ হাজার দিনার জরিমানা করা হয়েছে। সাজা শেষে তাকে স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। কিন্তু এশিয়ান এই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সে কোন দেশের নাগরিক, সেটাও খবরে বলা হয়নি। যদিও বাহরাইনে বাংলাদেশি ছাড়াও আছেন ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কর্মীরা। খবরে বলা হয়েছে, ইউরোপ থেকে আসা একটি পার্সেলের সূত্র ধরেই, এই এশিয়ানের খোঁজ পায় বাহরাইনের পুলিশ। মাদকগুলো বিড়ালের খাবারের ভেতরে লুকানো ছিল। সে স্বীকার করেছে মাদক পৌঁছে দেওয়ার বিনিময়ে ১০ দিনার পেত। আদালতের এই রায় বাহরাইনে মাদকবিরোধী কঠোর অবস্থানের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
কুয়েত
কুয়েতে গৃহকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে খবর ভুয়া
কুয়েতে গৃহকর্মীদের বেতন বাড়া নিয়ে প্রচারিত খবরকে ভুয়া বলে জানিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটিতে থাকা গৃহকর্মীদের বেতন বেড়েছে এই মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর রটে। এর পরিপ্রেক্ষিতেই এক বিজ্ঞপ্তি জারি করে জনশক্তি কর্তৃপক্ষ। তাতে আরো বলা হয়েছে, দেশটির ম্যানপাওয়ার কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। আর তা হলেও প্রপার চ্যানেলের মাধ্যমে জানানো হবে। পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, সঠিক তথ্য জানা ও তা প্রচারের আগে সঠিক সোর্স জানতে হবে বাসিন্দাদের।