উদ্যোক্তা উন্নয়নে সারাবিশ্বে সপ্তম স্থানে বাহরাইন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯

উদ্যোক্তা উন্নয়নে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে সপ্তম স্থান অর্জন করেছে বাহরাইন। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটরের (GEM) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (MENA) দেশগুলোর মধ্যে বাহরাইনকে শীর্ষস্থানীয় উদ্যোক্তাবান্ধব দেশ হিসেবে চিহ্নিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের উদ্যোক্তারা ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী এবং দেশটির নীতিনির্ধারকরা উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে প্রযুক্তি, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে সরকারি সহায়তা ও নীতিগত স্থিতিশীলতা বাহরাইনকে এগিয়ে রেখেছে।
বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্জন দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো তেলনির্ভরতা কমিয়ে একটি বহুমুখী অর্থনীতি গড়ে তোলা। উদ্যোক্তাদের জন্য সহজতর লাইসেন্সিং, কর সুবিধা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
GEM-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাহরাইনের তরুণ জনগোষ্ঠী উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আগ্রহী এবং সামাজিকভাবে উদ্যোক্তাদের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। এই মনোভাব নতুন ব্যবসা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে।
বাহরাইনের অর্থনৈতিক উন্নয়ন বোর্ড (EDB) এক বিবৃতিতে বলেছে, “এই র্যাঙ্কিং আমাদের জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে, বাহরাইন শুধু বিনিয়োগবান্ধব নয়, বরং উদ্ভাবন ও উদ্যোগের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম।”
প্রতিবেদনে বাহরাইনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানের অবস্থানও উল্লেখ করা হয়েছে। তবে উদ্যোক্তা পরিবেশের সূচকে বাহরাইন এগিয়ে রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই র্যাঙ্কিং বাহরাইনের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: গালফ ডেইলি নিউজ