Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ সেপ্টেম্বর ২০২৫

কুয়েতে ১২ বাংলাদেশিকে ধরেছে পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

কুয়েতে ১২ বাংলাদেশিকে ধরেছে পুলিশ

বাহরাইন 

বাহরাইনের শ্রমবাজারে অভিযান, ১৫৪ প্রবাসী ডিপোর্ট

বাহরাইনের শ্রমবাজারে চলমান অভিযানে ১৫৪ জন কাগজপত্রবিহীন প্রবাসীকে ডিপোর্ট করেছে দেশটির সরকার। গত সপ্তাহের এই অভিযানে ১ হাজার ১৩৩টি ইন্সপেকশন করা হয় এবং ২০ জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এ খবর দিয়েছে। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, অভিযান চলাকালে শ্রমবাজার ও আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন বিষয়েও নজরদারি করা হচ্ছে। রাজধানী, মুহারাক, উত্তর ও দক্ষিণ গভর্নরেটে সমন্বিতভাবে পরিচালিত অভিযানগুলোতে পুলিশ, ন্যাশনালিটি, পাসপোর্ট ও রেসিডেন্স দপ্তর এবং সামাজিক বীমা সংস্থা অংশ নিয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা আরো জানিয়েছে, এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও চলবে এবং যে কোনো অনিয়ম দ্রুত সমাধান করা হবে। তারা জনগণকে, শ্রমবাজারে আইন লঙ্ঘনের ঘটনা দেখলে, তা তাদের সরকারি ওয়েবসাইটে তাওয়াসুল সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করতে অনুরোধ করেছে। 


কুয়েত 

কুয়েতে ১২ বাংলাদেশিকে ধরেছে পুলিশ

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ক্যাম্প থেকে ১২ বাংলাদেশিকে ধরেছে দেশটির পুলিশ। যাদের বিরুদ্ধে বেআইনিভাবে মাছ ধরা ও পরিবেশের ক্ষতি করা এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তারা একটি ক্যাম্পে অবস্থান করছিলেন, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মালিকানাধীন। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকরা শেখ সাবাহ আল-আহমাদ প্রাকৃতিক অভয়ারণ্যে প্রবেশের জন্য সংরক্ষিত মাছের জাল কেটে ফেলত।এছাড়া তারা বাগি নামে পরিচিত অফ-রোড মোটরসাইকেল ব্যবহার করে অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করত এবং মাছ ও চিংড়ি ধরত। আর কাজ শেষে তারা ক্ষতিগ্রস্ত জালগুলো লোহার তার দিয়ে মেরামত করে, তাদের কার্যক্রম গোপন করার চেষ্টা করত।

অভিযুক্তদের ধরার সময় কর্তৃপক্ষ ক্যাম্প থেকে ২০ সেট মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে। খবরে বলা হচ্ছে, অভিযুক্তদের প্রশাসনিকভাবে দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের স্পন্সরদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।


সংযুক্ত আরব আমিরাত 

আমিরাতে হোয়াটসঅ্যাপ নিয়ে সাইবার সতর্কবার্তা

আমিরাতে হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে দেশটির সাইবার বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপের নতুন গেস্ট চ্যাটস ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ছাড়া চ্যাট করার সুযোগ করে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি সাইবার আক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। খালিজ টাইমস এ খবর দিয়েছে। 

আমেরিকান সাইবার সিকিউরিটি কোম্পানি প্যালো আল্টো নেটওয়ার্কসের সিইও হায়দার পাশা জানান, এই ফিচার আক্রমণকারীদের পরিচয় গোপন রেখে ক্ষতিকারক লিংক বা সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ চালানোর সুযোগ দিতে পারে। আবার ক্যাসপারস্কির সিনিয়র সিকিউরিটি কনসালট্যান্ট আহমেদ আশরাফ বলেন, নতুন এই ফিচারে প্রেরক যাচাই হলেও গেস্টের পরিচয় নিশ্চিত করা কঠিন। তাই ব্যবহারকারীরা জানতে পারবে না, কে তাদের সঙ্গে যোগাযোগ করছে। এ ক্ষেত্রে আমিরাতের সাইবার বিশেষজ্ঞরা অপরিচিত লিংকে প্রবেশ না করা, ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকা, প্রোফাইল ভিজিবিলিটি সীমিত করা এবং সন্দেহজনক চ্যাট ব্লক করার পরামর্শ দিয়েছেন। 

Logo