দুবাইয়ে যান্ত্রিক ত্রুটিতে আটকা বিমান, ১৭৮ যাত্রী দুর্ভোগে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা শুরু করতে না পারায় ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন। ফ্লাইট বিজি-২৪৮, যা সিলেট হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
বিমানের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করলেও উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
বুধবার স্থানীয় সময় ২টায় বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানাকে ফোন করলে তিনি জানান, ১৭৫ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। তবে তিনজন যাত্রীর ভিসা জটিলতার কারণে তাদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, ঢাকা থেকে বিমানের আরেকটি ফ্লাইট (বিজি-৩৪৭) দিয়ে যন্ত্রাংশ পাঠানো হচ্ছে, যা আজ রাত ১টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করতে পারবে।
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে