ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা ১৮-২০ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬

সালালাহ ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের একটি কনস্যুলার টিম আগামী ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সালালাহে কনস্যুলার সেবা প্রদান করবে। সেবা প্রদানের সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে, তবে ২০ সেপ্টেম্বর সেবা শেষ হবে বিকেল ৪টায়।
এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে সালালাহ ল্যান্ড, ভিলা নং-১, রোড নং–১১০০১, প্লট নং–১৩, পি.সি: ৩২৯ ঠিকানায়, যা আবু সাঈদ রেস্টুরেন্টের নিকটবর্তী। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে ই-পাসপোর্ট আবেদনসহ অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে।
কনস্যুলার সেবার মধ্যে রয়েছে: ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্মনিবন্ধন ও সংশোধন, ডকুমেন্টস সত্যায়ন, NOC প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা এবং আউট পাসের আবেদন। আবেদনকারীদের সশরীরে উপস্থিত থাকতে হবে, তবে পাঁচ বছরের নিচের শিশুদের নিয়ে আসার প্রয়োজন নেই।
ই-পাসপোর্টের আবেদন করতে হলে https://www.epassport.gov.bd ওয়েবসাইটে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের প্রিন্ট, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের সিভিল আইডি সঙ্গে আনতে হবে।
যারা ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিক, তাদের জন্য নতুন জন্মনিবন্ধনের আবেদন করতে হলে https://bdris.gov.bd ওয়েবসাইটে পূরণকৃত ফর্মের স্বাক্ষরিত কপি, পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন, ওমানের জন্মনিবন্ধন বা চিকিৎসা সনদ, শিশুর পাসপোর্টের প্রথম দুই পাতার অনুলিপি এবং পিতা-মাতার সিভিল আইডি জমা দিতে হবে। নির্ধারিত ফি ২.০০ ওমানি রিয়াল।
যাদের জন্মনিবন্ধন পূর্বে দূতাবাসে সম্পন্ন হয়েছে, তারা সংশোধনের আবেদন করতে পারবেন। সেবা-সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৯৬৮ ১১৯১৭৮৫২ নম্বরে।
বাংলাদেশ দূতাবাস, মাসকাটে প্রবাসী বাংলাদেশিদের এই সেবায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছে।
তথ্যসূত্র: ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ