কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ধরতে নতুন কৌশল!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২

কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে নতুন কৌশল গ্রহণ করেছে দেশটির সাধারণ ট্রাফিক বিভাগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবি এবং সড়কে স্থাপিত নজরদারি ক্যামেরার সাহায্যে একটি বিশেষ দল নিয়মিতভাবে ট্রাফিক অপরাধ পর্যবেক্ষণ করছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ দল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ট্রাফিক লঙ্ঘনের ভিডিওগুলো বিশ্লেষণ করে সংশ্লিষ্ট গাড়ি ও চালককে শনাক্ত করছে। এরপর তাদের ডেকে এনে জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজনে গাড়ি জব্দ করে ইমপাউন্ড গ্যারেজে পাঠানো হচ্ছে।
যদি কোনো গাড়ির মালিক স্বেচ্ছায় হাজির না হন, তাহলে বিষয়টি ট্রাফিক তদন্ত ইউনিটে পাঠানো হয়, যারা আইনি ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত ব্যক্তি চাইলে সোশ্যাল মিডিয়া বা ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে নিজের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে পারেন।
গত সপ্তাহে আটটি গাড়িকে বেপরোয়া চালনার অভিযোগে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় দেখা যায়, এক চালক ইচ্ছাকৃতভাবে অন্য গাড়িকে হয়রানি করে; প্রথমে পেছনে ঘনিষ্ঠভাবে চলা, পরে সামনে গিয়ে অত্যন্ত ধীরগতিতে চালিয়ে পথ আটকে দেয়। এতে উভয় চালক বিপদের মুখে পড়েন এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
আরেকটি ঘটনায় এক চালক হাইওয়েতে উল্টো পথে গাড়ি চালিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেন। এসব ঘটনা নজরদারি ক্যামেরা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুয়েতের ট্রাফিক বিভাগ বলছে, এই প্রযুক্তিনির্ভর পদ্ধতি আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত ও শাস্তি নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ছে এবং চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সোশ্যাল মিডিয়া ও নজরদারি প্রযুক্তির সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। কুয়েতের এই উদ্যোগ অন্যান্য দেশেও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন