Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসীদের জন্য ইকামা কী এবং কেন গুরুত্বপূর্ণ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১

সৌদি আরবে প্রবাসীদের জন্য ইকামা কী এবং কেন গুরুত্বপূর্ণ?

সৌদি আরবে বসবাসরত প্রতিটি বিদেশি নাগরিকের জন্য ‘ইকামা’ একটি অপরিহার্য নথি। এটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সরকারি রেসিডেন্সি পারমিট, যা প্রবাসীদের বৈধভাবে বসবাস, কাজ, ব্যাংকিং, চিকিৎসা সেবা গ্রহণ এবং পরিবারকে স্পন্সর করার সুযোগ দেয়।

ইকামা ছাড়া সৌদি আরবে কোনো বিদেশি নাগরিক আইনি সেবা বা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারেন না। এটি বৈধ বাসস্থান ও কর্মসংস্থানের প্রমাণ হিসেবে কাজ করে। ইকামা ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বাড়ি ভাড়া, চিকিৎসা সেবা, এমনকি মোবাইল সিম চালু করাও সম্ভব নয়।

ইকামার মূল সুবিধাসমূহ:

- বৈধ বসবাস ও কর্ম অনুমোদন

- ব্যাংক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সম্পত্তি ভাড়া নেওয়ার সুযোগ

- পরিবারকে স্পন্সর করার অধিকার

- কিছু জিসিসি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা

যদিও ইকামা কার্ড পাঁচ বছরের জন্য ইস্যু করা হয়, এর বৈধতা নির্ভর করে বার্ষিক নবায়নের ওপর। নবায়ন দেরি হলে জরিমানা বা আইনি জটিলতা হতে পারে। নবায়নের দায়িত্ব থাকে নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর।

ইকামা পাওয়ার ধাপসমূহ: 

১. নিয়োগকারী প্রতিষ্ঠানকে শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হয় 

২. বিনিয়োগ মন্ত্রণালয়ের মাধ্যমে ভিসা অনুমোদন 

৩. সৌদি দূতাবাস থেকে ভিসা ইস্যু (শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল সার্টিফিকেট, বায়োমেট্রিকস) 

৪. সৌদি আরবে প্রবেশের পর মেডিকেল পরীক্ষা ও ইন্স্যুরেন্স 

৫. প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ইকামা ইস্যু 

৬. Absher ও Nafath প্ল্যাটফর্মে নিবন্ধন

ইকামা নবায়নের বার্ষিক ফি প্রায় ৬৫০ সৌদি রিয়াল। এছাড়া মেডিকেল ইনস্যুরেন্স, ATM কার্ড, সামাজিক নিরাপত্তা (GOSI), কর্মী ও পরিবারের জন্য পৃথক ফি রয়েছে। সাধারণত এসব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করে।

সৌদি আরবে প্রবাসী জীবনযাত্রার কেন্দ্রবিন্দু এই ইকামা। এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং প্রবাসীদের নিরাপদ, স্বচ্ছ ও বৈধভাবে বসবাসের মূল চাবিকাঠি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo