Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

এই শীতেই দুবাইয়ে আসছে ৮টি বড় চমক!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০

এই শীতেই দুবাইয়ে আসছে ৮টি বড় চমক!

২০২৫ সালের শেষ তিন মাসে দুবাইয়ে আসছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন প্রযুক্তি, আইন, স্থাপনা ও উৎসবের ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। টাইম আউট দুবাইয়ের প্রতিবেদন অনুযায়ী, এই শীতে যা যা বদল আসছে-

বিশ্বের সর্বোচ্চ হোটেল চালু হচ্ছে নভেম্বরে: উদ্বোধন হতে যাচ্ছে ৩৭৭ মিটার উঁচু Ciel Dubai Marina হোটেল, যা Gevora Hotel-কে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেল হিসেবে রেকর্ড গড়বে।

রাস্তায় নামছে চালকবিহীন ট্যাক্সি: ২০২৫ সালের শেষ নাগাদ দুবাইয়ে চালু হবে চালকবিহীন ট্যাক্সি। প্রাথমিকভাবে উবার অ্যাপে বুকিং পাওয়া যাবে, সঙ্গে থাকবে নিরাপত্তা চালক। ২০২৬ সালে পুরোপুরি স্বচালিত ট্যাক্সি চালু হবে। চীনা প্রতিষ্ঠান Baidu তিন বছরের মধ্যে ১ হাজার ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে।

পাওয়ার ব্যাংক নিষিদ্ধ হচ্ছে এমিরেটস ফ্লাইটে: ১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে যে কোনো ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীরা নির্দিষ্ট মাপের একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন, তবে সেটি ব্যবহার করা যাবে না।

আবারো চালু হতে যাচ্ছে বিখ্যাত গ্লোবাল ভিলেজ: দুবাইয়ের জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র Global Village ১৫ অক্টোবর থেকে ৩০তম সিজনের জন্য আবার চালু হচ্ছে। চলবে ১০ মে পর্যন্ত।

আবারো চালু হতে যাচ্ছে দুবাই ফাউন্টেন: বুর্জ খলিফা ও দুবাই মলের পাশে অবস্থিত আইকনিক Dubai Fountain অক্টোবরের শুরুতে আবার চালু হচ্ছে, যা কিছুদিন আগে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।

মহা সমারোহে উদযাপন হতে যাচ্ছে ৫৪তম UAE National Day: এ উপলক্ষে ডিসেম্বরের শুরুতে থাকবে বড় আয়োজন। ফিরবে UAE Flag Garden, থাকবে ফ্রি পার্কিং ও মেট্রোর সময়সীমা বৃদ্ধি।

সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক: ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুবাইয়ে প্লাস্টিক প্লেট, বাটি, চামচসহ সব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হবে। একই দিনে ইউএইজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শিক্ষকদের জন্য নতুন চাকরি বদলের নিয়ম কার্যকর হতে যাচ্ছে: সেপ্টেম্বর থেকে দুবাইয়ের প্রাইভেট স্কুলে শিক্ষক ও স্কুল নেতাদের চাকরি বদলের ক্ষেত্রে ৯০ দিনের বাধ্যতামূলক বিরতি চালু হয়েছে।

এই পরিবর্তনগুলো দুবাইয়ের নাগরিক ও প্রবাসীদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। শহরটি যেমন প্রযুক্তিতে এগোচ্ছে, তেমনি পরিবেশ ও সামাজিক নীতিতেও দৃঢ় অবস্থান নিচ্ছে।

তথ্যসূত্র: টাইম আউট দুবাই

Logo