Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাহরাইনে শ্রমিকদের জন্য চালু হবে ভ্রমণ ভাতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

বাহরাইনে শ্রমিকদের জন্য চালু হবে ভ্রমণ ভাতা

বাহরাইন 

বাহরাইনে শ্রমিকদের জন্য চালু হবে ভ্রমণ ভাতা

বাহরাইনে বেসরকারি খাতের কর্মী-শ্রমিকদের জন্য চালু হতে যাচ্ছে মাসিক ভ্রমণ ভাতা। এই ভাতার পরিমাণ হবে ন্যূনতম ১৫ বাহরাইনি দিনার। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। এই পদক্ষেপ মূলত জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে শ্রমিক-কর্মীদের চাপ কমানোর পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যাতায়াত ভাড়া ছাড় বা অব্যাহতিও দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির শ্রম আইনের সংশোধনী কার্যকর হলে হাজারো কর্মীর দৈনন্দিন যাতায়াতের ব্যয় কমানোতে সাহায্য করবে। একই সাথে শ্রমিকদের জীবনমান খানিকটা হলেও বাড়াতে সাহায্য করবে। তবে এই সুযোগ দেশটিতে থাকা প্রবাসী কর্মীরা পাবেন কিনা, তা জানানো হয়নি খবরে। দেশটির এমপি জালাল কাদহেম প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনীর মাধ্যমে এই উদ্যোগের সূচনা করেছেন।


কুয়েত

কুয়েতে ডেলিভারি কাজে গ্রাহকের তথ্যের সুরক্ষা দিতে হবে

কুয়েতে ডেলিভারি কাজের বেলায় গ্রাহকের তথ্যের সুরক্ষা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আর এগুলো যেন ডেলিভারি কাজের সাথে যুক্ত ড্রাইভার ও কোম্পানি মেনে চলেন, সে জন্য নতুন একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি হতে যাচ্ছে। আরব টাইমস এ খবর দিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন করা এবং খাতটিতে স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতা তৈরি করা। কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খালিফা আল আজিল বলেছেন, প্রস্তাবিত কাঠামো মন্ত্রিপরিষদের সমর্থন পাবে এবং এর মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরো স্বচ্ছ ও নমনীয় হবে। এ পদক্ষেপ বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করবে। এতে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানির কর্মকর্তাদের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করবে, যাতে তারা নতুন বিধিবিধান সম্পর্কে জানতে পারেন এবং নিয়ম মেনে চলার সংস্কৃতি গড়ে ওঠে। নতুন এই কাঠামো কুয়েতের ডেলিভারি খাতকে আরো নিরাপদ, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক করে তোলার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সৌদি আরব

সৌদিতে শেষ হলো দুপুরে বাইরে কাজের নিষেধাজ্ঞা

সৌদিতে শেষ হয়েছে দুপুরে খোলা আকাশের নিচে কাজ করার নিষেধাজ্ঞা। দেশটিতে গ্রীষ্মের সময়ে তিন মাস ধরে চলা দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বাইরের কাজের নিষেধাজ্ঞা ছিল। সৌদি গেজেট এ খবর দিয়েছে।

এই সিদ্ধান্ত মূলত কর্মীদের সূর্যের তাপ থেকে সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছিল। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের যৌথ উদ্যোগে এই নির্দেশনা বাস্তবায়িত হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের ৯৪% প্রতিষ্ঠান এই নির্দেশনা মেনে চলেছে, যা দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। সৌদি আরবের মন্ত্রী আহমেদ আল রাজহি জানান, এই পদক্ষেপের মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ চালানো হবে।



Logo