Logo
×

Follow Us

বাংলাদেশ

ওমানের মাসকাটে দূতাবাসের বিশেষ ই-পাসপোর্ট সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬

ওমানের মাসকাটে দূতাবাসের বিশেষ ই-পাসপোর্ট সেবা

ওমানে অবস্থানরত ভিসাবিহীন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ই-পাসপোর্ট এনরোলমেন্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস মাসকাট। দূতাবাসের নিয়মিত সিডিউলপ্রাপ্ত সেবা প্রার্থীদের বাইরে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, শুধু তাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ভিসাবিহীন প্রবাসীরা https://forms.gle/BWeBEVtaXHXZmfh78 লিংকে গিয়ে একবারের জন্য একটি তথ্য সংগ্রহ ফর্ম পূরণ করতে পারবেন। ফর্মটি একাধিকবার পূরণ করা যাবে না। যাদের ভিসা বৈধ, তারা নিয়মিত সিডিউল অনুযায়ী আবেদন করবেন, এই বিশেষ ফর্ম তাদের জন্য নয়।

ফর্ম পূরণের পর দূতাবাস কর্তৃক নির্ধারিত সিডিউল (তারিখ, সময় ও সিরিয়াল) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। শুধু সেই সিডিউল অনুযায়ী মাসকাট দূতাবাসে ই-পাসপোর্ট এনরোলমেন্টের জন্য উপস্থিত হতে হবে। সিডিউলের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সেবা পেতে সমস্যা হতে পারে। তাই নির্ভুল তথ্য দিয়ে একবারই ফর্ম পূরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) ২০২৬ নির্বাচনের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে এখন আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

বাংলাদেশ দূতাবাস মাসকাট জানিয়েছে, অনিবাসী বাংলাদেশিদের জন্য সিআইপি আবেদন একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই দুটি উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক সেবা সহজতর করতে সহায়ক হবে বলে আশা করছে দূতাবাস।

তথ্যসূত্র: ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo