কুয়েতে ভিসা অভিযানে ২৭৩ প্রবাসী আটক, বাড়ছে নজরদারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১

কুয়েতে অবৈধভাবে বসবাস ও কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী নিরাপত্তা অধিদপ্তরের নেতৃত্বে বিভিন্ন গভর্নরেটের বাজার ও জনবহুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে মোট ২৭৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন:
- ২০২ জন শ্রম আইন লঙ্ঘনকারী
- ২৯ জনের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ
- ২ জন অন্য স্পন্সরের অধীনে কাজ করছিলেন
- ২৫ জন পলাতক হিসেবে তালিকাভুক্ত
- ৪ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে
- ৪ জন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত
- ২ জন ভিক্ষাবৃত্তিতে জড়িত
- ১ জনের কোনো পরিচয়পত্র ছিল না
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি ফাহাহিল শিল্প এলাকায় একটি যৌথ ট্রাফিক ও নিরাপত্তা অভিযানও পরিচালিত হয়েছে, যেখানে কারখানা, গ্যারেজ ও যানবাহনগুলোতে তদারকি করা হয়।
এই অভিযানে:
- ৯৩টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে
- ৯৩টি যানবাহন নিরাপত্তা মান না থাকায় জব্দ করা হয়
- ৪ জনকে রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়
- বাণিজ্য মন্ত্রণালয় ৬টি অভিযোগ দায়ের করে
- কুয়েত পৌরসভা ১৪টি পরিত্যক্ত গাড়ি সরিয়ে নেয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযান তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ, যার লক্ষ্য হলো আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা।
এই অভিযানের মাধ্যমে কুয়েত সরকার অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং শ্রমবাজারে স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ় অবস্থান নিয়েছে। প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা বৈধ কাগজপত্র ও নিয়ম মেনে কাজ করেন
তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন