Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে কর্মীদের কর্মঘণ্টা ও বিশ্রামের সময় নিয়ে কঠোর নজরদারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০

কুয়েতে কর্মীদের কর্মঘণ্টা ও বিশ্রামের সময় নিয়ে কঠোর নজরদারি

কুয়েতে কর্মীদের কাজের সময় ও বিশ্রাম নিয়ে নিয়োগদাতাদের ওপর কঠোর নজরদারি চালাতে নতুন একটি নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ এই নির্দেশনা জারি করেন।

এই নির্দেশনার আওতায় নিয়োগদাতাদের এখন থেকে Public Authority for Manpower (PAM)-এর ইলেকট্রনিক সিস্টেমে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে:

- প্রতিদিনের কাজের সময় ও সময়সূচি

- প্রস্তাবিত বিশ্রাম সময়

- সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন

যে কোনো পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে PAM-এর সিস্টেমে আপডেট করতে হবে। এই তথ্যই পরবর্তী সময়ে শ্রম পরিদর্শকদের জন্য অফিসিয়াল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। PAM কর্তৃক অনুমোদিত সময়সূচি হবে আইনি স্বীকৃত সময়সূচি, যা কর্মস্থলে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

যদি কোনো নিয়োগদাতা এই নিয়ম মানতে ব্যর্থ হন, PAM তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এর মধ্যে রয়েছে নিয়োগদাতার ফাইল আংশিক বা সম্পূর্ণভাবে স্থগিত করা, যতক্ষণ না তারা নিয়ম মেনে চলেন।

এই নির্দেশনার মাধ্যমে কুয়েত সরকার কর্মক্ষেত্রে স্বচ্ছতা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং শ্রম আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে চায়। এটি শ্রমিকদের জন্য যেমন নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করবে, তেমনি নিয়োগদাতাদের জন্যও একটি কাঠামোবদ্ধ ও জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করবে।

এই নতুন নিয়মের ফলে কুয়েতে কর্মসংস্থানের পরিবেশ আরো মানবিক ও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। নিয়োগদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা সময়মতো তথ্য আপডেট করেন এবং কর্মীদের অধিকার রক্ষায় সচেতন থাকেন।

তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন

Logo