মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ সেপ্টেম্বর ২০২৫
বাহরাইনে ফুড ট্রাকে কাজ করতে পারবেন না প্রবাসীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮

বাহরাইন
বাহরাইনে ফুড ট্রাকে কাজ করতে পারবেন না প্রবাসীরা
বাহরাইন সরকার সড়কের পাশে খাবারের দোকান বা স্ট্রিট ফুড ট্রাক ব্যবসার জন্য নতুন নিয়ম চালু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, স্ট্রিট ফুড ট্রাকে কোনো বিদেশি শ্রমিক কাজ করতে পারবেন না। ট্রাকগুলো সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকতে পারবে এবং ট্রাফিক সিগন্যাল ও জংশন থেকে অন্তত ৫০ মিটার দূরে অবস্থান করতে হবে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। নিয়মে আরো বলা হয়েছে, প্রতিটি ট্রাকে ব্যবসার নাম ও রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে অবশ্যই দেখাতে হবে। স্বাস্থ্য বিভাগ, ট্রাফিক বিভাগ, সিভিল ডিফেন্স ও মিউনিসিপ্যালিটি থেকে অনুমোদন ছাড়া কোনো ফুড ট্রাক চলতে পারবে না। আর ট্রাকগুলো শুধু অনুমোদিত স্থানেই পার্ক করা যাবে। তবে আবাসিক ভবনের সামনের এলাকা ও রাস্তার ধারের স্থান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ট্রাকে পরিচ্ছন্নতা, নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা এবং শব্দ নিয়ন্ত্রণ মেনে চলা বাধ্যতামূলক। বাহরাইন সরকারের লক্ষ্য, এই নতুন নিয়মের মাধ্যমে স্ট্রিট ফুড ব্যবসাকে আরো নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত করা।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে সকল অনলাইন কার্যক্রমে হ্যাকারদের নজর
আমিরাতে সব অনলাইন কার্যক্রমে হ্যাকারদের নজর থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল। কাউন্সিল এই বলে আরো সতর্ক করেছে যে, অনলাইনে করা প্রতিটি লগইন, পোস্ট বা শেয়ার করা ছবিতে হ্যাকারদের নজর রয়েছে।খালিজ টাইমস এই খবর দিয়েছে। সাইবার সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, প্রতিটি অনলাইন কার্যকলাপ একটি ডিজিটাল ট্রেইল তৈরি করে, যা ব্যবহারকারীর পরিচয়, আচরণ এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করে। বিশ্বব্যাপী প্রতি মাসে ১.৪ বিলিয়নের বেশি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হচ্ছে। কাউন্সিল ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা, ফলোয়ার ও বন্ধু তালিকা নিয়মিত পর্যালোচনা করা এবং পোস্টে লোকেশন শেয়ার না করার অভ্যাস গড়ে তুলতে হবে। যা অনলাইন নিরাপত্তা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ট্র্যাকিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সৌদি আরব
সৌদিতে এক সপ্তাহে ১১,৬৮৭ অবৈধ অভিবাসী ডিপোর্ট
সৌদি আরবে পরিচালিত বিশেষ অভিযানে ১১ হাজার ৬৮৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযানে সীমান্ত অতিক্রম, শ্রম আইন ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ২১ হাজার ৩৩৯ জনকে আটক করা হয়েছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। সীমান্তে অনুপ্রবেশের সময় আটককৃতদের মধ্যে ৪৩% ইয়েমেনি, ৫৬% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৩ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করছিল।
কুয়েত
কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
কুয়েতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশেষ ট্রাফিক দল সোশ্যাল মিডিয়া পোস্ট ও রোড ক্যামেরার ফুটেজ ব্যবহার শুরু করেছে। আরব টাইমস এ খবর দিয়েছে।
দেশটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এই প্রক্রিয়ায় আটজন চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, তাদের গাড়ি জব্দ করা হয়েছে এবং অভিযুক্তরা ফুটেজ পর্যালোচনা করতে পারছেন। ট্রাফিক বিভাগ আরো জানিয়েছে, যারা আইন ভঙ্গের পর স্বেচ্ছায় হাজির হননি, তাদের বিষয়টি ট্রাফিক তদন্ত ইউনিটে পাঠানো হয়েছে।