সৌদি আরবের তায়েফে কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

তায়েফ ও এর আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এক বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট অফিস। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) তায়েফে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে রোবাদ সিরাজ উদ্দিন এস্তেরা, আফগানী ক্লাব প্রাঙ্গণে।
এই সফরে ই-পাসপোর্ট, জন্মনিবন্ধন, ট্রাভেল পারমিট, সত্যায়ন, শ্রম কল্যাণ এবং সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা প্রদান করা হবে। ই-পাসপোর্টের জন্য https://epassport.gov.bd ওয়েবসাইটে আবেদন করে প্রিন্ট কপি, এনআইডি বা জন্মনিবন্ধনের কপি ও নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদনকালে ঠিকানা সৌদি আরব এবং মিশন হিসেবে জেদ্দা নির্বাচন করতে হবে। এনরোলমেন্টের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক, যা সফরের দুই দিন আগে বুক করা যাবে।
লেবার ইকামাধারীদের জন্য ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের সাধারণ ফি ২১০ এবং জরুরি ফি ৩১৫ রিয়াল। অন্যান্য ইকামাধারীদের জন্য সাধারণ ফি ৫২০ এবং জরুরি ফি ৭২৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে।
নবজাতকের পাসপোর্টের জন্য পিতা-মাতার পাসপোর্ট, ইকামা, জন্মনিবন্ধন, শাহাদা মিলাদ, রঙিন ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে। এমআরপি রি-ইস্যু সীমিত করা হয়েছে এবং শুধুমাত্র জরুরি ইকামা নবায়নের ক্ষেত্রে ১-২ বছর মেয়াদে নবায়ন করা যাবে।
শ্রম কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও প্রবাসী কার্ড বিতরণ, হুরুব প্রাপ্তদের আইনি সহায়তা, SEP প্রক্রিয়াকরণ, মামলা দায়ের, মৃতদেহ দাফনসহ বিভিন্ন আইনি সেবা দেওয়া হবে। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগও থাকছে।
এ সংক্রান্ত বিস্তারিত জানতে ৮০০২৪৪০০৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের বিজ্ঞপ্তি