Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে গরমের তাণ্ডব শেষে নামছে শরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

কুয়েতে গরমের তাণ্ডব শেষে নামছে শরত

কুয়েতে দীর্ঘ ও তীব্র গরমের পর অবশেষে শরতের আগমন ঘটেছে। কয়েক মাস ধরে চলা তাপপ্রবাহ ও অসহনীয় গরমের পর এখন দেশজুড়ে আবহাওয়ায় স্বস্তির ছোঁয়া। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে, যা শরতের সূচনার স্পষ্ট ইঙ্গিত।

গত কয়েক মাসে কুয়েতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে নির্মাণ শ্রমিক, রাস্তায় কাজ করা কর্মী এবং খোলা জায়গায় থাকা মানুষদের জন্য এই গরম ছিল অত্যন্ত কষ্টকর। এমনকি সরকারি নির্দেশনায় দুপুরের সময় বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।

আবহাওয়াবিদরা বলছেন, শরতের শুরুতে দিনের তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের দিকে তা ২৮ থেকে ৩০ ডিগ্রিতে নেমে আসছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমে এসেছে, ফলে বাইরে চলাচল অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে।

শরতের আগমন শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, বরং এটি কুয়েতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান এবং পারিবারিক মিলনমেলা আয়োজন করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও গতি ফিরে আসে।

কুয়েতের নাগরিক ও প্রবাসীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অনেকে পরিবার নিয়ে পার্ক, সমুদ্রতীর বা উন্মুক্ত স্থানে সময় কাটাচ্ছেন। দোকানপাট, রেস্টুরেন্ট ও বাজারেও ক্রেতাদের ভিড় বাড়ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে তাপমাত্রা আরো কমবে এবং অক্টোবরের মাঝামাঝি থেকে শীতের পূর্বাভাস পাওয়া যাবে। তবে হঠাৎ করে বালুঝড় বা ধুলাবালি প্রবাহের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

দীর্ঘ গরমের পর শরতের এই আগমন কুয়েতবাসীর জন্য যেন এক নতুন প্রাণের ছোঁয়া। এখন সবাই অপেক্ষায়, কখন পুরোপুরি শীতকাল শুরু হবে এবং প্রকৃতি আরো কোমল হয়ে উঠবে।

তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন

Logo