কুয়েতে ফ্রিল্যান্স ও ক্ষুদ্র ব্যবসার লাইসেন্স সহজ হলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯

কুয়েতে ফ্রিল্যান্স ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স পেতে এখন আরো সহজ হচ্ছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি নতুন একটি সিদ্ধান্ত জারি করেছে, যা একক মালিকানাধীন ছোট ব্যবসা ও বিশেষ ধরনের পেশার জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করবে।
নতুন নিয়মে লাইসেন্স পেতে যে ৯টি শর্ত পূরণ করতে হবে:
- আবেদনকারীকে একক মালিকানাধীন কোম্পানি গঠন করতে হবে এবং তিনি নিজেই ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- আবেদনকারী অবশ্যই পূর্ণবয়স্ক কুয়েতি নাগরিক হতে হবে এবং তার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধে চূড়ান্ত সাজা থাকা যাবে না, যদি না তিনি পুনর্বাসিত হন।
- বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, তবে আদালতের অনুমতি থাকলে কম বয়সেও ব্যবসা করার সুযোগ থাকবে।
- একটি বৈধ ঠিকানা, পোস্ট অফিস বক্স বা ই-মেইল থাকতে হবে, যা পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনে নিবন্ধিত।
- যদি বাসস্থান ব্যক্তিগত বাড়ি হয়, তাহলে মালিকের অনুমতি লাগবে।
- নির্ধারিত ফি পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হবে।
- একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে, যা মন্ত্রণালয় প্রস্তুত করবে।
- ব্যবসা পরিবেশ বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করতে পারবে না।
- প্রয়োজনে মন্ত্রী বা তার প্রতিনিধি কর্তৃক নির্ধারিত অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।
এই লাইসেন্স চার বছরের জন্য বৈধ থাকবে এবং একই লাইসেন্সের আওতায় একাধিক ফ্রিল্যান্স বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং বিশেষ পেশাজীবীদের জন্য একটি সহজ, স্বচ্ছ এবং নিরাপদ ব্যবসা পরিবেশ তৈরি করতে চায়। এতে করে স্থানীয় অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে।
তথ্যসূত্র: আরব টাইমস অনলাইন