সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার অবৈধ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭

সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে গত এক সপ্তাহে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যৌথভাবে পরিচালিত এই অভিযানে মোট ২১ হাজার ৩৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আটকদের মধ্যে রয়েছেন:
- ১২ হাজার ৯৫৫ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী
- ৪ হাজার ১৯৮ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী
- ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী
এই অভিযানে মোট ১১ হাজার ৬৮৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ১৩৩ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং ২ হাজার ৩৪৯ জনকে তাদের যাত্রার বুকিং সম্পন্ন করতে সহায়তা দেওয়া হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৩১৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৩% ইয়েমেনি, ৫৬% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ২৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩২ হাজার ২৮০ জন অভিবাসী (যার মধ্যে ২৯ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৩ হাজার ১২৫ জন নারী) আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা কাজের সুযোগ দেয়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এমনকি ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থলও জব্দ করা হবে।
জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বা অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা দেখলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে।
তথ্যসূত্র: সৌদি গেজেট