আবুধাবিতে বাড়ছে রিয়েল এস্টেট বিজনেস; বাড়ছে শ্রমিক চাহিদা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬

২০২৫ সালের প্রথম ছয় মাসে আবুধাবির রিয়েল এস্টেট খাতে অভূতপূর্ব ৪০% প্রবৃদ্ধি হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে নতুন গতি এনেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে উন্নত অবকাঠামো, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ এবং সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
এই প্রবৃদ্ধির ফলে শুধু সম্পত্তি কেনাবেচা নয় বরং নির্মাণ খাতেও ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন প্রকল্প, টাওয়ার, আবাসিক কমপ্লেক্স, শপিং মল ও হোটেল নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছে আবুধাবির নির্মাণ কোম্পানিগুলো। ফলে নির্মাণ শ্রমিকদের চাহিদা বেড়েছে বহুগুণ।
বিশেষজ্ঞরা বলছেন, রিয়েল এস্টেট খাতে এই উত্থান সরাসরি শ্রমবাজারে প্রভাব ফেলছে। দক্ষ ও অদক্ষ নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেসন, টাইলস ওয়ার্কার, পেইন্টারসহ বিভিন্ন পেশার লোকজনের চাহিদা এখন তুঙ্গে। মধ্যপ্রাচ্যভিত্তিক নিয়োগ সংস্থাগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক নিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
আবুধাবির রিয়েল এস্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় ২.৫ বিলিয়ন দিরহাম মূল্যের সম্পত্তি লেনদেন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০% বেশি। এর মধ্যে আবাসিক ইউনিট, জমি, বাণিজ্যিক ভবন ও উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত।
এই প্রবৃদ্ধি শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বরং প্রবাসী শ্রমিকদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করছে। নির্মাণ শ্রমিকদের জন্য বাড়ছে কর্মসংস্থান, আয় এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র। তবে শ্রমিকদের দক্ষতা, নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সক্রিয় হতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, আবুধাবির রিয়েল এস্টেট খাতের এই উত্থান আগামী কয়েক বছর ধরে অব্যাহত থাকবে। ফলে নির্মাণ খাতে শ্রমিকদের চাহিদা আরো বাড়বে এবং দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র: গালফ নিউজ