Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসীদের জন্য জমি কেনার আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪

সৌদি আরবে প্রবাসীদের জন্য জমি কেনার আবেদন শুরু

সৌদি আরবের রাজধানী রিয়াদে নাগরিকদের জন্য জমি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করেছে রিয়াদ সিটির রয়েল কমিশন (RCRC)। ‘রিয়েল স্টেট ব্যালান্স প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে, যা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জমি ক্রয় সংক্রান্ত নির্দেশনার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে।

এই উদ্যোগের লক্ষ্য- সুলভ মূল্যে নাগরিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা। কমিশন জানিয়েছে, আগামী পাঁচ বছরে প্রতি বছর ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রতি স্কয়ার মিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ সৌদি রিয়াল (প্রায় ৪০০ মার্কিন ডলার)।

জমি কেনার জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে। তিনি বিবাহিত হতে পারেন অথবা বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। রিয়াদে অন্তত তিন বছর বসবাসের প্রমাণ থাকতে হবে এবং তার নামে অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না।

আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২৩ অক্টোবর পর্যন্ত।

বাছাইকৃত আবেদনকারীদের জমি বরাদ্দ দেওয়া হবে এবং ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা হস্তান্তর করা যাবে না। তবে নির্মাণকাজে অর্থের প্রয়োজন হলে জমি বন্ধক রাখা যাবে।

কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, আবেদন করলেই জমি পাওয়া যাবে- এমন নিশ্চয়তা নেই। আবেদন করতে হবে তাদের নির্ধারিত ওয়েবসাইটে: tawazoun.rcrc.gov.sa। এর বাইরে কোনো প্রতিনিধি বা মাধ্যম নেই।

এই উদ্যোগ সৌদি আরবে আবাসন সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে কমিশন সতর্ক করেছে।

তথ্যসূত্র: আরব নিউজ

Logo