Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট চরমে, উদ্বেগে প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩

আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট চরমে, উদ্বেগে প্রবাসীরা

বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলেছে। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই সংকট বর্তমানে মারাত্মক রূপ নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।

এক সময় ছবি ও পাসপোর্ট কপির ভিত্তিতে এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা পাওয়া যেত। কিন্তু এখন একাধিক মন্ত্রণালয়ের সত্যায়ন সত্ত্বেও ভিসা মিলছে না। বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফারসহ প্রায় সব ধরনের ভিসা কার্যত বন্ধ রয়েছে।

ফ্রি জোনভিত্তিক বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকায় প্রায় ৯৮ শতাংশ বাংলাদেশি সেই সুযোগ থেকে বঞ্চিত। ফলে অনেকেই বাধ্য হয়ে জাল সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন, যা ভিসা বন্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রবাসীরা অভিযোগ করছেন, কূটনৈতিক পর্যায়ে ১৫ লাখ বাংলাদেশির সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলছেন, বারবার আবেদন ও অনুরোধ সত্ত্বেও সংকট কাটছে না বরং আরো জটিল হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, ভিসা জটিলতা অব্যাহত থাকলে বিপুলসংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন, যা শুধু ব্যক্তিগত ক্ষতির নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও বড় হুমকি। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান এবং রেমিট্যান্স প্রবাহ।

বিশ্লেষকরা বলছেন, এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা, তথ্য যাচাইয়ের সহজীকরণ এবং প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য সহায়তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

সংযুক্ত আরব আমিরাতের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান টিকিয়ে রাখতে হলে সরকারকে আরো সক্রিয় ও কৌশলগত হতে হবে- এমনটাই মনে করছেন অভিজ্ঞ প্রবাসী নেতারা।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo