কুয়েতে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১

কুয়েতে একসঙ্গে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর হয়। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি, দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি নাগরিক।
আরব টাইমস ও স্থানীয় দৈনিক আল সেয়াসাহের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও মাদক পাচারের গুরুতর অভিযোগ ছিল। কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যাকাণ্ডে জড়িতদেরও এদিন ফাঁসিতে ঝুলানো হয়। অপরদিকে, দুই ইরানি নাগরিককে মাদক চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সাজাপ্রাপ্ত এক আসামির আত্মীয়রা রক্তক্ষতিপূরণ বা ব্লাড মানি হিসেবে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্ভব না হওয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এছাড়া একজন দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভুক্তভোগী পরিবারের ক্ষমার কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মানবিক কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রতিটি মামলার আইনি পর্যালোচনা, আপিল এবং রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপরই আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনি সহায়তা ও সচেতনতা বাড়ানো জরুরি, যাতে তারা অপরাধে জড়িয়ে না পড়েন এবং ন্যায্য বিচার পান।
তথ্যসূত্র: আরব টাইমস