Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ১ লাখ দিরহামের লটারি জিতলেন এক বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

আমিরাতে ১ লাখ দিরহামের লটারি জিতলেন এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট লটারিতে ১ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশেদ। দীর্ঘ ১৯ বছর ধরে দুবাইয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসা রাশেদের জন্য এটি জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। গালফ নিউজ জানায়, চার বছর আগে টিকটকে বিগ টিকিট লটারির একটি ভিডিও দেখে রাশেদ প্রথমবার আগ্রহী হন এবং তখন থেকেই তিনি প্রতি মাসে নিয়মিত টিকিট কিনতে শুরু করেন।

রাশেদ জানান, তিনি একা নন, এই প্রচেষ্টায় তার সঙ্গে আরো ৯ জন বন্ধু ছিলেন। তারা সবাই মিলে প্রতি মাসে একটি করে টিকিট কিনতেন এবং টানা চার বছর ধরে ভাগ্য পরীক্ষা করছিলেন। অবশেষে তাদের এই অপেক্ষা ও ধৈর্যের ফল মিলল, বিগ টিকিটের ২৭৮তম ড্রতে তারা জিতে নিলেন ১ লাখ দিরহাম। এই অর্থ সমানভাবে ১০ জনের মধ্যে ভাগ করা হবে।

নিজের অংশের অর্থ দিয়ে রাশেদ প্রথমেই দেশে তার পরিবারের জন্য টাকা পাঠাবেন এবং দীর্ঘদিনের ঋণ পরিশোধ করবেন বলে জানিয়েছেন। এই জয়কে তিনি শুধু অর্থের জয় হিসেবে দেখছেন না, বরং বন্ধুত্ব, ঐক্য, ধৈর্য এবং স্বপ্ন পূরণের এক বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই পুরস্কার আমাদের সবার জন্য গর্বের। এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, একতা এবং আশার জয়।”

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, এই ড্রতে বিভিন্ন দেশের কয়েকজন বিজয়ী ছিলেন এবং কয়েক মিলিয়ন দিরহাম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। রাশেদ ও তার বন্ধুরা ইতোমধ্যেই পরবর্তী ড্রয়ের জন্য নতুন টিকিট কিনেছেন এবং আরো বড় জয়ের আশায় রয়েছেন।

এই ঘটনা শুধু রাশেদ ও তার বন্ধুদের জন্যই নয়, আমিরাতের হাজারো প্রবাসীর জন্যও এক অনুপ্রেরণামূলক গল্প। প্রবাসীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে যে, ধারাবাহিক চেষ্টা, ধৈর্য এবং একতা দিয়ে ভাগ্যের দরজা খোলা সম্ভব। রাশেদের গল্প দেখিয়ে দিল, কঠোর পরিশ্রমের পাশাপাশি সুযোগকে কাজে লাগালে সাফল্য একদিন না একদিন আসবেই।

Logo