মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ সেপ্টেম্বর ২০২৫
মধ্যপ্রাচ্যের শক্তিশালী মানুষটি বাহরাইনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

বাহরাইন
মধ্যপ্রাচ্যের শক্তিশালী মানুষটি বাহরাইনের
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ স্ট্রঙ্গেস্ট ম্যান ইন দ্য মিডলইস্ট প্রতিযোগিতায় লাইটওয়েট বিভাগে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছেন বাহরাইনের নাগরিক খালিদ আল-ধাফরি। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়া আল-ধাফরি শক্তি, সহনশীলতা ও দৃঢ় মনোবলের অসাধারণ প্রদর্শনী করে বিচারকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ অ্যাথলেটরা অংশ নিলেও বাহরাইনের এই জয় দেশটির জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এই অর্জন বাহরাইনের তরুণদের ফিটনেস ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে এবং দেশটির ক্রীড়া অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে।
স্ট্রঙ্গেস্ট ম্যান ইন দ্য মিডলইস্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যা প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ শক্তিমান অ্যাথলেটরা অংশগ্রহণ করে তাদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তা প্রদর্শন করেন।
আমিরাত
আমিরাতে লটারিতে ১ লাখ দিরহাম জিতলেন এক প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ১ লাখ দিরহাম জিতলেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মোহাম্মদ রাশেদ। রাশেদ চার বছর ধরে এই লটারির টিকিট কিনে এবারই সাফল্যের মুখ দেখলেন। গালফ নিউজ এই খবর দিয়েছে। রাশেদ জানিয়েছেন, তিনি এবং তার ৯ বন্ধু মিলে এই লটারির টিকিট কিনেছিলেন। এখন লটারির টাকা ১০ জনের মধ্যে ভাগ করে নেবেন। রাশেদ আরো জানান, লটারি জেতা টাকা দিয়ে ধার শোধ করবেন এবং দেশে পরিবারের জন্য পাঠাবেন। এই জয়কে তিনি বন্ধুত্ব, ঐক্য ও ধৈর্যের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন। রাশেদ বলেন, এই পুরস্কার তাদের সবার জন্য শুধুই অর্থ নয়, বরং কঠোর পরিশ্রম ও স্বপ্ন পূরণের প্রতীক। প্রবাসী বাংলাদেশি রাশেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ১৯ বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন।
কুয়েত
কুয়েতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
কুয়েতে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার মেসিল্লাহর বিপরীতে ফাহাহিল এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি গাড়ি চাপা দেয়। আরব টাইমস এ খবর দিয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক কুয়েতি। আহত ওই বাংলাদেশিকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। ড্রাইভারকে আটক করেছে দেশটির পুলিশ।
এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস গণশুনানির আয়োজন করেছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার দূতাবাসের হলরুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রবাসী বাংলাদেশিদের সাথে মতামত বিনিময় করেন এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবাসহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
সৌদি আরব
সৌদিতে কঠোর হচ্ছে শ্রম আইন
সৌদি আরবে কঠোর হচ্ছে শ্রম আইন, বাড়ছে জরিমানা ও শাস্তি। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, শ্রম আইন ও তার নির্বাহী বিধিমালায় বড় ধরনের সংশোধনী প্রস্তাব করে, আইন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি গেজেট এ খবর দিয়েছে। নতুন আইনের খসড়া অনুযায়ী, সমুদ্র ও কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন লঙ্ঘনের জন্য কফিলদের জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানো হচ্ছে। নিয়মগুলো আরো স্পষ্ট ও কঠোর করা হচ্ছে। নতুন এই প্রস্তাবে মাতৃত্বকালীন ছুটি না দেওয়া, শ্রমিকদের তথ্য অনুমোদিত প্ল্যাটফর্মে নথিভুক্ত না করা, চুক্তির অধিকার-দায়িত্ব না জানানো বা চুক্তি ভঙ্গের মতো অপরাধে সর্বোচ্চ ১ হাজার রিয়াল জরিমানা করা হবে। সমুদ্র খাতে ১৮ বছরের নিচে কাউকে নিয়োগ, নির্ধারিত কাজ ও বিশ্রামের সময় না মানা বা চুক্তি ভঙ্গ করলে ৩০০ থেকে ১ হাজার রিয়াল জরিমানা হতে পারে। কৃষি খাতে ২১ বছরের কম বয়সী শ্রমিক নিয়োগ, ছুটির নিয়ম লঙ্ঘন বা খাবার ও বাসস্থানের ব্যবস্থা না করলে ৩০০ থেকে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এই সংশোধনী এখনো খসড়া পর্যায়ে রয়েছে এবং জনমত গ্রহণের পর চূড়ান্ত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কফিলদের দায়িত্বশীল হতে বাধ্য করবে।