Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের রাস আল খাইমায় বাড়ছে পর্যটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২

আমিরাতের রাস আল খাইমায় বাড়ছে পর্যটক

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় আমিরাত রাস আল খাইমাহ (RAK) ২০২৫ সালের প্রথমার্ধে পর্যটন খাতে ৯% রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের নজর কেড়েছে। Stirling Hospitality Advisors-এর ‘RAK Investment Pulse’ প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে পর্যটক আগমন বেড়েছে ৬%, হোটেলের কক্ষ প্রতি আয় বেড়েছে ৬.২%।

এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে পাঁচটি মূল কারণ:

১. পর্যটন ভিশন ২০৩০: RAK-এর লক্ষ্য বছরে ৩.৫ মিলিয়ন পর্যটক আকর্ষণ করা। এই লক্ষ্য বাস্তবায়নে তারা গড়ে তুলছে আল মারজান দ্বীপের বিলাসবহুল রিসোর্ট, জেবেল জাইসের অ্যাডভেঞ্চার স্পটসহ বৈচিত্র্যময় পর্যটন অবকাঠামো।

২. বিনিয়োগবান্ধব পরিবেশ: RAKEZ ও RAKTDA-এর মতো সংস্থাগুলোর সহায়তায় বিনিয়োগ প্রক্রিয়া এখন আরো সহজ ও দ্রুত। অনুমোদন, পারমিট এবং উন্নয়নকারীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা পাচ্ছেন স্বচ্ছ ও সহায়ক কাঠামো।

৩. রিয়েল এস্টেট ও হোটেল খাতে উত্থান: ২০২৫ সালের শুরুতে আবাসিক ভাড়ায় ১৩% এবং বিক্রয়মূল্যে ৩৯% বৃদ্ধি দেখা গেছে। হোটেল মালিকদের আয়ও বেড়েছে, প্রতিদিনের গড় রুম ভাড়া দাঁড়িয়েছে ৬৩৭ দিরহাম।

৪. বিনিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা: RAK Investment Pulse রিপোর্টে হোটেল বিনিয়োগের ছয়টি ধাপ- অধিগ্রহণ, সম্ভাব্যতা যাচাই, অর্থায়ন, নির্মাণ, লাইসেন্সিং ও পরিচালনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে বিনিয়োগকারীরা পাচ্ছেন বাস্তবভিত্তিক পরামর্শ ও পরিকল্পনা।

৫. সরকারি-বেসরকারি অংশীদারিত্ব: RAKTDA পর্যটন প্রচারে, RAKEZ কোম্পানি গঠনে, RAKBANK অর্থায়নে এবং আল হামরা ও মারজান উন্নয়নকারীরা জমি বরাদ্দে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সমন্বিত উদ্যোগের ফলে রাস আল খাইমাহ এখন শুধু অ্যাডভেঞ্চার পর্যটনের কেন্দ্র নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। পর্যটন ও হোটেল খাতে বিনিয়োগের জন্য সময় এখন উপযুক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo