Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে চলছে অভিযান প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

কাতারে চলছে অভিযান প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ

বাহরাইন

বাহরাইন ও সৌদির মাঝে চালু হতে যাচ্ছে নতুন ফেরি  

বাহরাইন ও সৌদি আরবের মধ্যে শিগগিরই নতুন একটি ফেরি সেবা চালু হতে যাচ্ছে, যা দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনকে আরো দ্রুত ও সহজ করবে। গালফ নিউজ এ খবর দিয়েছে।বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা বলেছেন, এই ফেরি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দর থেকে সৌদি আরবের দাম্মামের কিং আবদুল আজিজ বন্দর পর্যন্ত চলবে এবং এটি দিনে একাধিক বার চলার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী আরো জানিয়েছেন, ফেরি চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এছাড়া ফেরি সেবার মাধ্যমে যাত্রীরা দীর্ঘ সময় লেগে যাওয়া স্থলপথের জটিলতা এড়িয়ে দ্রুত সমুদ্রপথে ভ্রমণ করতে পারবেন। নতুন এই ফেরি সংযোগের মাধ্যমে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাত্রা আরো আরামদায়ক, দ্রুত এবং ব্যবসায়িক ও পর্যটন সম্ভাবনাকে প্রসারিত করে বলে মনে করছে দুই দেশ। 


কাতার 

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের মিসাইল হামলার পর দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থাকতে বলেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া, অযথা ঘোরাফেরা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া দূতাবাস আরো জানিয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটি। ফলে সতর্কতা জারি করেছে দূতাবাসও। বাইরে চলাচলের সময় প্রবাসীদের বৈধ কাতার আইডি, কাজের অনুমতিপত্র সাথে রাখতে হবে। স্পন্সরের সঙ্গে সমন্বয় না থাকলে প্রবাসীদের পুলিশ ধরে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ঝুঁকির কথাও মনে করিয়ে দিয়েছে দূতাবাস। দোহার বাংলাদেশ দূতাবাস আরো জানিয়েছে, ফ্রি ভিসায় কাতারে অবৈধভাবে প্রবেশ করে সেই ভিসায় কোনো কাজ করলে বা হকারি করলে, কারো বিরুদ্ধে পালানোর অভিযোগ থাকলে, বৈধ কাতার আইডি না থাকলে এবং নতুনদের কাতারে ঢোকার ১ মাসের মাথায় আইডি না থাকলে, পুলিশ গ্রেফতার করে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। 


কুয়েত 

কুয়েতে গাড়ি চালকদের বিরুদ্ধে অভিযান

কুয়েত ট্রাফিক অভিযানে ৭৯ জন কিশোরকে ধরেছে, যাদের বিরুদ্ধে বিনা লাইসেন্সে ড্রাইভিংয়ের অভিযোগে আছে। আরব টাইমস এ খবর দিয়েছে। খবরে জানানো হয়েছে, ২৯টি গাড়ি জব্দ করা হয়েছে এবং ৬৫ জনকে ট্রাফিক ডিটেনশনে পাঠানো হয়েছে। এদিকে, ১৮০ জন আহতসহ ১ হাজার ১৭৯টি ট্রাফিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অন্য এক অভিযানে, কুয়েত মিউনিসিপ্যালিটির পাবলিক ক্লিনলিনেস অ্যান্ড রোড ওয়ার্কস বিভাগ অবৈধ গ্যারেজ ও পরিত্যক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। ফাহিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ১৬টি দোকানকে লাইসেন্স না থাকার কারণে জরিমানা করা হয়েছে এবং ১০টি পরিত্যক্ত গাড়ি অপসারণ করা হয়েছে। ফিনতাস পার্ক এলাকায় একটি খাবার ট্রাককে বাণিজ্যিক লাইসেন্স না থাকার কারণে সরিয়ে নেওয়া হয়েছে। এসব অভিযান কুয়েত সরকারের জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ও কার্যক্রমের প্রতিফলন বলে মনে করছে সরকার। 


সৌদি আরব

কাতারের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি যুবরাজের পূর্ণ সমর্থন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে সৌদি আরবের পূর্ণ সমর্থন জানিয়েছেন। ফোনালাপে যুবরাজ কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং এটিকে একটি অপরাধমূলক কর্মকাণ্ড বলেও অভিহিত করেন। সৌদি গেজেট এ খবর দিয়েছে। এমবিএস আরো বলেছে, সৌদি আরব কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানের সঙ্গে ফোনালাপে একই ধরনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

 

Logo