কাতারে ইসরায়েলের হামলা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের মিসাইল হামলার পর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ৯ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে চলমান পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সার্বক্ষণিক নজরদারি করছে। একই সঙ্গে কাতারি সরকারের নির্দেশনা ও আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এটি কাতারের প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।
দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর 33662000 এবং +974 নম্বর চালু রয়েছে। এছাড়া mission.doha@mofa.gov.bd ই-মেইলে যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।
কাতারে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে কর্মস্থলে যেতে পারছেন না, আবার কেউ কেউ পরিবারসহ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন নিজ অবস্থানে সতর্ক থাকে এবং কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেয়।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দোহায় ইসরায়েলের হামলার ঘটনায় বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কাতার সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। নিরাপত্তা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে এবং নাগরিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের এই সতর্কতা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ