মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ সেপ্টেম্বর ২০২৫
কুয়েতে এক সপ্তাহে ১১৭৯ সড়ক দুর্ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

বাহরাইন
বাহরাইনে স্পিডিং করলে ২০০ দিনার জরিমানা
বাহরাইনে গাড়ির গতি নির্ধারিত সীমার ৩০% বা তার বেশি ছাড়ালে এখন থেকে তা গুরুতর ট্রাফিক অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিউজ অব বাহরাইন এ খবর দিয়েছে। এ ক্ষেত্রে অভিযুক্ত চালককে ২০০ বাহরাইনি দিনার জরিমানা করা হবে। জরিমানাটি এক সপ্তাহের মধ্যে পরিশোধ করলে ৫০% ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির ট্রাফিক বিভাগ সকল চালককে সতর্ক করে বলেছে, নিরাপদভাবে গাড়ি চালানো এবং গতিসীমা মেনে চলা জরুরি। সামান্য অতিরিক্ত গতিও দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। আর দুর্ঘটনা ব্যক্তি, পরিবারের জন্য সীমাহীন ভোগান্তির কারণ হতে পারে।
কুয়েত
কুয়েতে এক সপ্তাহে ১,১৭৯ সড়ক দুর্ঘটনা
কুয়েতে গত এক সপ্তাহে ১ হাজার ১৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে ১৮০ জন আহত হয়েছেন। এ সময় ট্রাফিক আইন ভঙ্গের জন্য মোট ৩১ হাজার ৩৯৫টি জরিমানা টিকিট দেওয়া হয়। আরব টাইমস এ খবর দিয়েছে।
কুয়েতে অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ট্রাফিক আইন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফারওয়ানিয়া গভর্নরেটে সর্বোচ্চ ৬ হাজার ৪৭২টি, এরপর রাজধানীতে ৫ হাজার ২৮৬টি এবং আহমাদি অঞ্চলে ৫ হাজার ২২টি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা রেকর্ড করেছে। এছাড়া ৭৯ জন কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের ট্রাফিক বিভাগ চালকদের সতর্ক করে বলেছে, সড়কে নিরাপদ গতির নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।
দুবাই
দুবাইয়ে সোনার দামে নতুন রেকর্ড
দুবাইয়ের সোনার দাম নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনার মুল্য এখন ৪০৮ দিরহাম। গালফ নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার দুবাইয়ের সোনার বাজারের নতুন দর অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দামও বেড়ে প্রতি গ্রাম ৪৪০.৫ দিরহামে দাঁড়িয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেটের এক আউন্স সোনার দাম বর্তমানে ৩ হাজার ৬৪৮ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্যকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আরো আকর্ষণীয় করে তুলেছে। অন্যদিকে, দুর্বল মার্কিন ডলারও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আসন্ন বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনায় বাজারে সোনার দাম বেড়ে যায়। স্থানীয় বাজার বিশ্লেষকরা মনে করেন, সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকতে পারে।